Rashid Khan Meets Ranbir-Alia: আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে রণবীর-আলিয়ার সাক্ষাৎ, পোস্ট করলেন ছবি
Ranalia At New York: বেশ কিছুদিন ধরেই তাঁদের অনুরাগীদের সঙ্গে একাধিক সেলফি ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ২০২৩-এর 'ইউনাইটেড স্টেটস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপস'-এ রণবীরকে দেখা যায়।
নয়াদিল্লি: বলিউডের তারকা জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) আপাতত ছুটি কাটাচ্ছেন নিউ ইয়র্ক সিটিতে (New York City)। সঙ্গে রয়েছেন তাঁদের একরত্তি রাহা (Raha)। মজায় কাটছে তাঁদের দিন। সম্প্রতি তাঁদের এক ফ্রেমে দেখা গেল আফগান (Afghan) ক্রিকেটার রশিদ খানের (Rashid Khan) সঙ্গে। তারকা খেলোয়াড় নিজেই সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
রশিদ খানের সঙ্গে দেখা করলেন 'রণালিয়া'
বেশ কিছুদিন ধরেই তাঁদের অনুরাগীদের সঙ্গে একাধিক সেলফি ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ২০২৩-এর 'ইউনাইটেড স্টেটস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপস'-এ রণবীরকে দেখা যায় হলিউড অভিনেত্রী ম্যাডেলিন ক্লাইনের ছবিতে 'ফটোবম্বিং' করতে। সম্প্রতি তারকা দম্পতির সুযোগ ঘটে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে দেখা করার।
১৫ সেপ্টেম্বর, নিজের সোশ্যল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রশিদ খান। সেখানে দেখা যায়, মাঝে দাঁড়িয়ে আছেন তারকা খেলোয়াড়, আর তাঁর দুই পাশে রণবীর ও আলিয়া। ক্যাপশনে তিনি লেখেন, 'বলিউডের সবচেয়ে বড় তারকাদের সঙ্গে। খুব ভাল লাগল তোমাদের সঙ্গে দেখা হয়ে।'
View this post on Instagram
রণবীর কপূরকে দেখা গেল ধূসর রঙের কো-অর্ড সেট পরে, অন্যদিকে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী সম্পূর্ণ কালো পোশাকে নজর কাড়লেন।
এর আগে, ভেকেশনে গিয়ে পুল থেকে একটি ছবি পোস্ট করেন আলিয়া। সেলফি পোস্ট করে লেখেন, 'ডু নট ডিস্টার্ব'।
আরও পড়ুন: Govinda: ১ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যোগ? অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসাবাদ তদন্তকারী সংস্থার
কাজের ক্ষেত্রে, আলিয়া ভট্টকে সর্বশেষ দেখা গেছে 'হার্ট অফ স্টোন' নামক ছবিতে। অন্যদিকে রণবীর কপূরকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ক্রাইম ড্রামা 'অ্যানিম্যাল' ছবিতে। অন্যদিকে রশিদ খান, সেপ্টেম্বরের শেষের দিকে পৌঁছবেন ভারতে, ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বর তিরঅনন্তপুরমে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ অক্টোবর গুয়াহাটিতে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে আফগানিস্তানের। এরপর বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে রশিদরা খেলতে নামবেন ৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ধরমশালায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন