Vivek Agnihotri on Priyanka Chopra: কঙ্গনার পর এবার প্রিয়ঙ্কার হয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
Vivek Agnihotri on Priyanka Chopra: কার দিকে নিশানা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর?
কলকাতা: কেন বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিতে হয়েছিল পিগি চপসকে? সম্প্রতি কঙ্গনার মন্তব্য়ে উঠে এসেছিল বিতর্কিত তথ্য়। বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লেখেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর। প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'
আর এবার কঙ্গনার সঙ্গেই সহমত পোষণ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রি। ট্য়ুইটে পরিচালক লেখেন, ' প্রিয়ঙ্কা একজন রিয়েল লাইফ স্টার'। তিনি আরও লেখেন, ' ইন্ডাস্ট্রির বেশকিছু লোক যখন বহিরাগতদের কোনঠাসা করতে থাকে, তখন এই অবস্থায় অনেকেই শক্তির কাছে আত্মসমর্পণ করে, কেউ হাল ছেড়ে দেয়, কেউ নেশায় আসক্ত হয়ে যায়, কেউ আবার প্রাণও হারায়', এই লোকগুলোকে যারা পরাজিত করতে পারে তারাই জীবনে সাফল্য় অর্জন করতে পারে।'
আরও পড়ুন...
বিমানেই বিশেষ অভ্যর্থনা অনুপম খেরকে, ভিডিও পোস্ট অভিনেতারই
প্রসঙ্গত, কঙ্গনা তাঁর ট্য়ুইটে কর্ণ জোহর ও শাহরুখের বন্ধুত্বের প্রসঙ্গও তুলেছেন। জানিয়েছেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'
কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানান,'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত। '
যদিও, বলিউডে সেইভাবে কাজ না করলেও হলিউডে জমিয়ে কাজ করছেন পিগি চপস। সম্প্রতি বলিউডে গায়ের রঙ নিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রিয়ঙ্কা জানিয়েছেন, বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত। তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। অভিনেত্রীর মতে, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকেই এই মনোভাব তৈরি হয়েছে। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটা বলে গিয়েছেন। আমরা এখনও সেই মানসিকতাই বয়ে নিয়ে চলেছি। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। আর তাই, কাজের ক্ষেত্রে আরও বেশি খাটতে হয়েছে বলে প্রিয়ঙ্কার দাবি। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী।