এক্সপ্লোর
ঋষি ভক্তদের জন্য সুখবর, সুস্থ হয়ে দেশে ফিরছেন আগামী জন্মদিনের আগেই
ঋষিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি অগাস্টের শেষাশেষি দেশে ফেরার চেষ্টা করছেন। তবে সবটাই নির্ভর করছে ডাক্তার আর হাসপাতালের অনুমতির উপর। তিনি সেরে উঠছেন, ভালো বোধও করছেন। আশা করছেন, সম্পূর্ণ ফিট হয়েই দেশে ফিরবেন।
মুম্বই: বেশ কয়েকমাস যাবৎই চিকিৎসার জন্য দেশের বাইরে অভিনেতা ঋষি কপূর। তবে কী হয়েছে তাঁর, কেমনই বা তাঁর অবস্থা, এই ব্যাপারে যদিও প্রথমদিকে মুখ খোলেননি পরিবারের কেউই। গতবছরও টুইটার হ্যান্ডেলে অভিনেতা জানান, খুব শিগগিরি দেশে ফিরবেন তিনি। এপ্রিলে ঋষি কপূরের দাদা রণধীর কপূর জানান, ভাই খুব তাড়াতাড়িই ফিরবেন, তিনি এখন ক্যান্সার মুক্ত!
সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, অগাস্টে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিনি। After medical treatment, Rishi Kapoor to return to India in August for his 67th birthday
ঋষিও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি অগাস্টের শেষাশেষি দেশে ফেরার চেষ্টা করছেন। তবে সবটাই নির্ভর করছে ডাক্তার আর হাসপাতালের অনুমতির উপর। তিনি সেরে উঠছেন, ভালো বোধও করছেন। আশা করছেন, সম্পূর্ণ ফিট হয়েই দেশে ফিরবেন।
সেপ্টেম্বরে ৬৭তম জন্মদিন ঋষির। দিনটা পরিবারের সঙ্গে দেশেই সেলিব্রেট করতে চান তিনি।
সূত্রের খবর, তিনি এখন ক্যান্সারমুক্ত। এখনও ডাক্তারের নির্দেশ মতোই চলছেন। বিশ্রামের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করছেন চুটিয়ে। ভারতে তাঁর ক্রিকেটভক্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে চর্চাও করছেন!
বিদেশেও ঋষির সঙ্গে দেখা করতে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা লেগেই থাকে। ছেলে রণবীর, মেয়ে ঋদ্ধিমা তো প্রায়ই নিউইয়র্কে যান বাবার সঙ্গে দেখা করতে। তাছাড়া শাহরুখ থেকে দীপিকা, ভিকি কৌশল, করণ জেহর থেকে আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপরা, সকলেই দেখা করে এসেছেন ঋষির সঙ্গে।
‘মুল্ক’ ছবিতে ঋষির অভিনয় মুগ্ধ হয়ে দেখেছিল দর্শক। এমন আরও অনেক ছবির অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement