এক্সপ্লোর
এবার একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে আমির ও রণবীরকে

মুম্বই: পদ্মাবত সিনেমায় রণবীর সিংহের দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির অভিনয় শুধু দর্শকদেরই নয়, সিনেমা জগতের বিশিষ্ট তারকাদেরও প্রশংসা আদায় করে নিয়েছে। অমিতাভ বচ্চন নিজে হাতে চিঠি লিখে রণবীরকে চিঠি দিয়েছেন। আমির খান ও কয়েকটি ব্র্যান্ডর নজর টেনেছেন রণবীর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রণবীরকে এবার আমির খানের সঙ্গে পর্দায় দেখা যেতে পারে। তবে কোনও সিনেমা নয়, একটি কমার্শিয়ালে দেখা একসঙ্গে দেখা যেতে পারে এই দুই বলিউড তারকাকে। জানা গেছে, একটি মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে পারেন দুই তারকা। বিজ্ঞাপনের মজাদার ও সিনেমাচিতো ধারনা দেখে আমির ও রণবীর-উভয়েই সেখানে কাজ করার সবুজ সঙ্গেত দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে দুই মাস পরে ওই বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হবে। কারণ, দুই তারকারই অন্যান্য কাজ রয়েছে। সেই কাজগুলি শেষ করে তবেই ওই বিজ্ঞাপনের কাজে যোগ দিতে পারবেন তাঁরা। রণবীর বর্তমানে জোয়া আখতারের গালি বয় সিনেমার শ্যুটিং করছেন। অন্যদিকে, আমির ব্যস্ত ঠগ অফ হিন্দুস্তান নিয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















