এক্সপ্লোর
Advertisement
সাজিদ খান সরে দাঁড়ানোর পর এবার নানা পাটেকরকে সরিয়ে দেওয়া হল হাউসফুল ৪ থেকে
মুম্বই: সালোনি চোপড়া ও র্যাচেল হোয়াইটের পর এক সাংবাদিকও পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। চাপের মুখে হাউসফুল ৪ ছবির পরিচালনা ছেড়ে দিয়েছেন সাজিদ, ছবির দুই অভিনেতা অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখও সরব হয়েছেন এই ইস্যুতে। এই পরিস্থিতিতে বলিউডে #মিটু বিতর্কে প্রথম সরাসরি অভিযুক্ত নানা পাটেকরকেও সরিয়ে দেওয়া হল হাউসফুল ৪ থেকে।
সাজিদ টুইটারে পোস্ট লিখে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে ছবির প্রযোজক, কলাকুশলী ও পরিবারের ওপর তৈরি হওয়া চাপের জেরে হাউসফুল ৪ ছবি ছেড়ে দিচ্ছেন তিনি। তাঁর দাবি, তিনি নির্দোষ, নিজের কথার সত্যতা প্রমাণ করবেন তিনি, তার আগে যেন সংবাদমাধ্যম তাঁর ব্যাপারে কোনও রায় না দিয়ে বসে।
— Sajid Khan (@SimplySajidK) October 12, 2018
এবার জানা গিয়েছে, ছবিটির প্রযোজক সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট নানা পাটেকরকেও বাদ দিয়ে দিয়েছে। ১০ বছর আগে এক ছবির সেটে নানা তাঁর যৌন নিগ্রহ করেন বলে গত মাসে অভিযোগ করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর থেকে রোজই উন্মোচিত হয়ে চলেছে বলিউডের নানা অন্ধকার দিক। এর জেরে নানাকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজক সংস্থা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement