ফের ৪০-এ মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'লভ স্কুল' রিয়েলিটি শো খ্যাত জগনূর অনেজা
এই মাসের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। বয়স হয়েছিল মাত্র ৪০। অন্যদিকে জগনূর অনেজারও বয়স হয়েছিল ৪০। তাঁর অকাল প্রয়াণ ফের সিদ্ধার্থের কথাই মনে করিয়ে দিচ্ছে অনুরাগীদের।
মুম্বই: ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিয়েলিটি টিভি স্টার জগনূর অনেজা। তিনি এমটিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'লভ স্কুল'-এর অন্যতম প্রতিযোগী ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মিশরে (Egypt) ছুটি কাটাচ্ছিলেন তিনি, সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
জগনূর অনেজার শেষ ইনস্টাগ্রাম পোস্ট (Jagnoor Aneja’s Last Instagram Post)
ইনস্টাগ্রামে শেষ পোস্টে অনেজা উল্লেখ করেন যে তিনি সবসময়ে গিজার পিরামিড (Pyramids of Giza) দেখতে চাইতেন। তিনি লেখেন, 'গিজার পিরামিড দেখতে পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার বাকেট লিস্ট থেকে আরও একটা স্থান কমে গেল (ticked off)।' তাঁর আচমকা মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর শেষ ভিডিও ভাইরাল হতে থাকে।
পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে অনুরাগীদের বার্তায়। সকলেই তাঁর এই অসময়ে মৃত্যুর খবরে শোকবার্তা জানিয়েছেন।
'বিগ বস ১১' (Bigg Boss 11) প্রতিযোগী বন্দগী কালরা এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'হে ভগবান, এটা কি সত্যি? ওঁর কী হয়েছিল?' অন্যদিকে 'শশুরাল সিমর কা' ধারাবাহিক খ্যাত জ্যোৎস্না চন্দোলা সিংহও কমেন্ট করেছেন সেই পোস্টে।
জগনূর অনেজা কে? (Who Was Jagnoor Aneja?)
তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা রয়েছে, 'রানওয়ে পরিচালক ও পর্যটক। আমি মানুষকে তাঁদের জীবন বদলাতে সাহায্য করি।' মডেলিং এজেন্সি 'ইন্ডিয়ান স্কুল অফ মড অ্যান্ড ফ্যাশ'-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ছিলেন জগনূর।
কর্ণ কুন্দ্রা ও অনুশা দাণ্ডেকরের রিয়েলিটি শো 'এমটিভি লভ স্কুল'-এর অন্যতম প্রতিযোগী ছিলেন অনেজা। তাঁর তৎকালীন বান্ধবী মণিষার সঙ্গে তিনি শোয়ে অংশগ্রহণ করেছিলেন।
ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করে অনেজার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন 'ছোটি সর্দারনি' ধারাবাহিক খ্যাত মাহির পান্ধি। তিনি লেখেন, 'তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে খুব মিস করছি ভাই। অন্য পারে ঠিক দেখা হবে।'
এই মাসের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জনপ্রিয় টিভি তারকা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla)। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০। অন্যদিকে জগনূর অনেজারও বয়স হয়েছিল ৪০। তাঁর অকাল প্রয়াণ ফের সিদ্ধার্থের কথাই মনে করিয়ে দিচ্ছে অনুরাগীদের।
আরও পড়ুন: Sidharth Shukla Death: প্রয়াণের পরই ভাইরাল সিদ্ধার্থ শুক্ল-র একটি পুরনো টুইট