![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sidharth Shukla Death: প্রয়াণের পরই ভাইরাল সিদ্ধার্থ শুক্ল-র একটি পুরনো টুইট
বিগ বস থেকে বালিকা বধূ, বলিউডের সম্ভাবনাময় তারকা সিদ্ধার্থ শুক্লর মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড।
![Sidharth Shukla Death: প্রয়াণের পরই ভাইরাল সিদ্ধার্থ শুক্ল-র একটি পুরনো টুইট Sidharth Shukla's Old Tweet 'Life is Too Short' Goes Viral After Actor's Demise Sidharth Shukla Death: প্রয়াণের পরই ভাইরাল সিদ্ধার্থ শুক্ল-র একটি পুরনো টুইট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/02/9f9f7d0d9c2888cb32401c1997fa1e1d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : অনুরাগী থেকে একসঙ্গে কাজ করা অন্যান্য অভিনেতারা, কেউই এখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছেন না যে, অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla) আর তাঁদের মধ্যে নেই। মাত্র ৪০ বছর বয়সে জীবনকে বিদায় জানিয়ে পরলোকগমন করেছেন তিনি। অভিনেতার প্রয়াণের খবর পাওয়া মাত্র কার্যত চমকে গিয়েছেন তাঁর বন্ধু, অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতারা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই ঘুমের মধ্যে চিরঘুমের দেশে চলে গিয়েছেন রিয়েলিটি শোয়ের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্ল। মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিগ বস থেকে বালিকা বধূ, বলিউডের সম্ভাবনাময় তারকা সিদ্ধার্থ শুক্লর মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড। মানতে পারছেন না নেট নাগরিকরাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সিদ্ধার্থ শুক্লর পুরনো একটি টুইট।
চলতি বছরেরই ফেব্রুয়ারিতে একটি টুইট করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। যেখানে তিনি লিখেছিলেন, 'অন্য কে কী তোমার বিষয়ে বলল, তা ভাবার জন্য জীবন বড়ই ছোট। জীবনটাকে শুধু উপভোগ করো। আনন্দে থাকো। আর যারা তোমাকে নিয়ে কথা বলতে চায়, তাদের কথা বলার বিষয় দিয়ে যাও।' অভিনেতার এই টুইটের নিচেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বলছেন, 'এই টুইট যে এভাবে সত্যি হয়ে যাবে, কে ভাবতে পেরেছিল।' সত্যিই। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা যে চলে যাবেন, তা কে ভাবতে পেরেছিল।
প্রসঙ্গত, ছোটপর্দার ধারাবাহিক দিয়ে বলিউডে আত্মপ্রকাশ সিদ্ধার্থ শুক্লর। 'বাবুল কা আঙ্গান ছুটে না' ধারাবাহিক দিয়ে ডেবিউ করেন তিনি। যদিও কেরিয়ারের একেবারে শুরুর দিকে মডেলিং করতেন তিনি। পরবর্তীকালে 'বালিকা বধূ', 'লভ ইউ জিন্দেগি' প্রভৃতি ধারাবাহিক দিয়ে একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন অভিনেতা। এরপর একে একে 'ঝলক দিখলা যা ৬', 'ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড়ি' এবং সবশেষে 'বিগ বস ১৩' দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান সিদ্ধার্থ শুক্ল। পাশাপাশি, কর্ণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)