Kangana Ranaut Update: মহারাষ্ট্র সরকারের কাছে সিনেমা হল খোলার আর্জি কঙ্গনার
Kangana Ranaut Update: মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, তাই এবার সরকার সিনেমা হল খোলার নির্দেশ দিক। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করে সরকারের কাছে আর্জি জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মুম্বই: 'থালাইভি' মুক্তি পেতে আর মাত্র কয়েকদিন বাকি। ছবি মুক্তির আগেই নিজের ইনস্টাগ্রামে আবারও পোস্ট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য মহারাষ্ট্র সরকারের উদ্দেশে।
মহারাষ্ট্র সরকারকে সিনেমা হল খুলে দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে 'মৃত্যুর' হাত থেকে বাঁচানোর আর্জি জানালেন 'থালাইভি' অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই আবেদন জানান। তিনি লেখেন, 'মহারাষ্ট্রে করোনা কেসের সংখ্যা কমছে। মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানাচ্ছি মহারাষ্ট্রে সিনেমা হল খোলার জন্য এবং ফিল্ম ইন্ডাস্ট্রি ও থিয়েটার ব্যবসাকে বাঁচানোর জন্য।'
View this post on Instagram
মঙ্গলবার সকালে তিনি পোস্টে আরও লেখেন, 'মহারাষ্ট্রে রেস্তোরাঁ, হোটেল, অফিস, লোকাল ট্রেন সবকিছু খোলা কিন্তু কোভিডের জন্য থিয়েটার বন্ধ রাখা হয়েছে'। অভিনেত্রীর কটাক্ষ, মহারাষ্ট্র সরকারের মতে কেবলমাত্র সিনেমা হলেই কোভিড ছড়ায়।
'থালাইভি' তাঁর জীবনের সবথেকে সেরা ছবি। নিজের আগামী ছবি সম্বন্ধে এমনটাই জানান অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি আরও জানান, যে এই ছবিটি পুনরায় দর্শকদের হলমুখো করবে বলে তাঁর বিশ্বাস। এর আগে হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে যান তিনি। তবে সেখানে মাল্টিপ্লেক্সগুলিতে তাঁর ছবি স্ক্রিনিং না করায় অসন্তুষ্ট হন নায়িকা। সে কথা ভিডিও করে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। ছবিতে জয়ললিতার জীবনের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। তাঁর অভিনয় জগতে যাত্রা শুরু থেকে তামিল সিনেমার অন্যতম সেরা মুখ হয়ে ওঠা থেকে একজন যুগান্তকারী নেত্রী হয়ে ওঠা পর্যন্ত সবটাই দেখানো হয়েছে ছবিতে।
আরও পড়ুন: Kangana Ranaut on Thalaivii: 'থালাইভি' তাঁর জীবনের 'সেরা ছবি', সোশ্যাল মিডিয়ায় মন্তব্য কঙ্গনার