Kangana Ranaut on Thalaivii: 'থালাইভি' তাঁর জীবনের 'সেরা ছবি', সোশ্যাল মিডিয়ায় মন্তব্য কঙ্গনার
Kangana Ranaut on Thalaivii: 'থালাইভি' তাঁর জীবনের সবথেকে সেরা ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই ছবি দর্শকদের আবারও হলের দিকে টানবে বলে বিশ্বাস তাঁর।
মুম্বই: 'থালাইভি' তাঁর জীবনের সবথেকে সেরা ছবি। নিজের আগামী ছবি সম্বন্ধে এমনটাই জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি আরও জানান, যে এই ছবিটি পুনরায় দর্শকদের হলমুখো করবে বলে তাঁর বিশ্বাস। এর আগে হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে যান তিনি। তবে সেখানে মাল্টিপ্লেক্সগুলিতে তাঁর ছবি স্ক্রিনিং না করায় অসন্তুষ্ট হন নায়িকা। সে কথা ভিডিও করে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
View this post on Instagram
সোমবার, কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের ওপরে তৈরি 'থালাইভি' ছবির একটি পোস্টার শেয়ার করেন। 'আমার কেরিয়ারের সেরা ছবি', পোস্টে লেখেন অভিনেত্রী।
একইসঙ্গে একটি নোটও শেয়ার করেন তিনি। সেখানে লেখেন, 'থালাইভি একটি অভিজ্ঞতা। আশা করছি হিন্দি মাল্টিপ্লেক্সে এই ছবি দেখানো হবে। আমি নিশ্চিত এই ছবিটি দর্শকদের ফের হলে ফিরিয়ে আনবে।'
ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। ছবিতে জয়ললিতার জীবনের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। তাঁর অভিনয় জগতে যাত্রা শুরু থেকে তামিল সিনেমার অন্যতম সেরা মুখ হয়ে ওঠা থেকে একজন যুগান্তকারী নেত্রী হয়ে ওঠা পর্যন্ত সবটাই দেখানো হয়েছে ছবিতে।