Aindrila Sharma Demise: 'আমার বেঁচে থাকার কারণ', শেষ পোস্টে সব্যসাচীর উদ্দেশে লিখেছিলেন ঐন্দ্রিলা
Actress Aindrila Sharma's last post: সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত টুকরো খবর ভাগ করে নিতেন সব্যসাচী। তাঁর প্রোফাইল ভরা টুকরো টুকরো স্মৃতিতে। তাই কি ঐন্দ্রিলার মৃত্যুর পরে ফেসবুক থেকে সরে গেলেন সব্যসাচী?
কলকাতা: 'আমার বেঁচে থাকার কারণ..' হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury))-র উদ্দেশে এই লাইনটাই লিখেছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দিনটা ছিল সব্যসাচীর জন্মদিন। কালো পোশাকে ট্যুইনিং করেছিলেন সব্যসাচী আর ঐন্দ্রিলা।
ছবিতে সব্যসাচীর মুখে লেগে আছে আলগা হাসি। এক হাত দিয়ে আগলে রয়েছেন ঐন্দ্রিলাকে। আর তাঁর 'সব্য়'-কে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপলোড করে ঐন্দ্রিলা লিখেছিলেন, 'আমার বেঁচে থাকার কারণ.. শুভ জন্মদিন সব্যসাচী'। সত্যিই ঐন্দ্রিলার 'জিয়নকাঠি' ছিলেন সব্যসাচী। পাঁচ বছরের সম্পর্কের মধ্যেই ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। কেমোথেরাপি চলেছিল। সেইসময়ে প্রেমিকাকে আগলে রেখেছিলেন সব্যসাচী। তাঁর ছোট ছোট ইচ্ছাপূরণ, ঠাকুর দেখা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া, সবই সব্যসাচীর হাত ধরে।
আরও পড়ুন:Aindrila Sharma Demise: 'নিজেহাতে ফিরিয়ে আনব', বলেছিলেন সব্যসাচী, ফিরল ঐন্দ্রিলার নিথর দেহ
সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত টুকরো খবর ভাগ করে নিতেন সব্যসাচী। তাঁর প্রোফাইল ভরা টুকরো টুকরো স্মৃতিতে। তাই কি ঐন্দ্রিলার মৃত্যুর পরে ফেসবুক থেকে সরে গেলেন সব্যসাচী? প্রেমিকার মৃত্যুর পরে জলস্পর্শ করেননি সব্যসাচী। পাথরের মতো হয়ে গিয়েছেন। তাকিয়ে রয়েছেন ঐন্দ্রিলার মরদেহের দিকে। আজই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
ঐন্দ্রিলা নেই। আর তাঁর প্রোফাইলে ফুটে উঠবে না ছোট ছোট ভালবাসার দলিল। ঐন্দ্রিলার প্রোফাইলের শেষ পোস্ট রয়ে গেল সব্যসাচীর নামে.. সব্যসাচীর জন্য। জীবনের শেষদিন পর্যন্ত ঐন্দ্রিলার বেঁচে থাকার কারণ হয়েই রয়ে গেলেন সব্যসাচী।
View this post on Instagram