'মানিকে মাগে হিথে' গানে পা মিলিয়ে ভাইরাল, আপ্লুত বিমান সেবিকা
তবে শুধু নেটিজেনরাই নন, এই গানে মজেছেন বলিউড তারকারাও। টাইগার শ্রফ থেকে মাধুরী দীক্ষিত বাদ যাননি কেউই।
নয়াদিল্লি: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সিংহলি ভাষার গান 'মানিকে মাগে হিথে'। সেই গানে এক বেসরকারি বিমান সংস্থার এয়ারহোস্টেস বিমানের মধ্যেই এই গানে পা মেলান। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে ভাইরাল হয়ে যায় সেই নাচও।
সম্প্রতি ওই বিমান সেবিকা, আয়াত, সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর নাচকে এত ভালবাসার জন্য। গত মাসে একটি খালি বিমানে 'মানিকে মাগে হিথে' গানে তিনি নাচ করে ভিডিও পোস্ট করেন। কেবলমাত্র ইনস্টাগ্রামেই তার ভিউস ছাড়িয়েছে ৬০ মিলিয়ন।
এবার নিজের ইনস্টা হ্যান্ডলেই একটি ভিডিও পোস্ট করে তিনি সকলকে ধন্যবাদ জানান। ক্যাপশনে লেখেন, 'আমি এখনও এই অনুভূতি ভাষায় বোঝাতে পারব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু আপনাদের হাসির কারণ হতে চাই। এবং আপনাদের গর্বিত করতে চাই।'
View this post on Instagram
উল্লেখ্য, সম্প্রতি শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডিলোকা ডি'সিলভার গলায় ভাইরাল হয় 'মানিকে মাগে হিথে' গানটি। সেই গানেই পা মেলান বিমান সেবিকা আয়াত ওরফে আফরিন।
View this post on Instagram
View this post on Instagram
তবে শুধু নেটিজেনরাই নন, এই গানে মজেছেন বলিউড তারকারাও। টাইগার শ্রফ থেকে মাধুরী দীক্ষিত বাদ যাননি কেউই।
আরও পড়ুন: এক মাস পূর্ণ হল আর্জয়ীর, আবেগঘন পোস্ট বাবা অপারশক্তি খুরানার