এক মাস পূর্ণ হল আর্জয়ীর, আবেগঘন পোস্ট বাবা অপারশক্তি খুরানার
গতকালই মেয়ের এক মাস বয়স হয়েছে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে একটা মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেতা। সাদা-কালোয় সুন্দর 'ফ্যামিলি পিকচার'।
নয়াদিল্লি: সবেমাত্র বাবা হয়েছেন বলি অভিনেতা অপারশক্তি খুরানা। গত মাসেই অপারশক্তি ও আকৃতির কোল আলো করে এসেছে তাঁদের মেয়ে আর্জয়ী খুরানা। ২৭ অগাস্ট, ২০২১ থেকে শুরু হয়েছে তাঁদের জীবনের নয়া অধ্যায়।
গতকালই মেয়ের এক মাস বয়স হয়েছে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে একটা মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেতা। সাদা-কালোয় সুন্দর 'ফ্যামিলি পিকচার'। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ওয়ান মান্থ আর্জয়ী খুরানা।'
View this post on Instagram
গত রবিবারই কন্যা দিবস ছিল। সেদিনও একটি আবেগঘন পোস্ট করেন 'স্ত্রী' অভিনেতা। স্ত্রী আকৃতি আহুজা ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'প্রিয় আর্জয়ী, এমন মনে হয় যেন এই নামটা আমার বহু পরিচিত। যেন তুমি চিরকালই আমার একটা অংশ ছিলে। কন্যা সন্তানেরা আশীর্বাদ হয়, গোটা পৃথিবী তাই বলে। কিন্তু আর্জয়ী, তুমি আমাদের পবিত্রতম স্বপ্নের বাস্তব রূপ।' পোস্টে তিনি উল্লেখ করেন যে প্রয়োজনে তিনি আর্জয়ীর রাত ৩টের বন্ধুও হতে পারেন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডেও গা ভাসাতে তিনি রাজি মেয়ের সঙ্গে।
View this post on Instagram
অপারশক্তি খুরানা ২০১৬ সালে 'দঙ্গল' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এছাড়া তাঁকে 'স্ত্রী', 'পতি পতনি ও ওহ', 'লুকা ছুপি' ইত্যাদি নানা ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। প্রত্যেকবারই তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিত হয়েছে। শেষ তাঁকে কমেডি ঘরানার ছবি 'হেলমেট'-এর মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুন: 'কথা বলতে, হাঁটতে পারবে না', কীভাবে বাঁচবে কোয়েল-পরমব্রতর 'বনি'?