Bengali Web Series: শহরে একের পর এক খুন, রহস্য সমাধান করবেন অমৃতা, সোমরাজ, ঐশ্বর্য্য
Sondhey Namaar Pore: কলকাতা শহরে একের পর এক খুন, হবে রহস্য সমাধান?

কলকাতা: নতুন ওয়েব প্ল্যাটফর্ম দার্শু (Darshoo) ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ 'সন্ধে নামার পরে'। সৌমজিৎ আদক ও তাঁর দলের পরিচালনায় আসছে এই রহস্য ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় থাকছেন, অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও রানা বসু ঠাকুর। সিরিজটির প্রযোজনায় রয়েছেন, 'রূপ প্রোডাক্শন অ্যান্ড এন্টারটেনমেন্ট'। সিরিজটির প্রযোজক, অঙ্কিত দাস ও সুরেশ তোলানী। গল্পটি লিখেছেন, অনুভব ঘোষ।
কলকাতা শহরে একের পর এক খুন হচ্ছে। পরপর দুটো খুনে কেঁপে উঠেছে শহর। চারিদিক বেশ থমথমে। খুনির প্রথম নিশানা ছিলেন, একজন মহিলা আইটি কর্মী, যিনি সন্ধ্যেবেলা কল-সেন্টারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তবে আর ফেরেনি। তারপরে একজন প্রাইমারী স্কুল শিক্ষিকা। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের তত্ত্বাবধানে তদন্তে নামে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশান টিমের হেড মোহর লাহিড়ী, তার সহকারী ইরাবতি সান্যাল, ওয়াসিম আহমেদ, রাইমা রায়, সুরেশ শর্মা, রাফিক আর ফরেন্সিক ফটোগ্রাফার – ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। প্রতিটা মৃতদেহের থেকে বাঁ-চোখ উপড়ে নেওয়া হচ্ছে, আর সারা দেহের ওপর ঢেলে দেওয়া হচ্ছে লাল রং। এই তদন্তের পাশাপাশি গড়ে উঠতে থাকে, ইন্দ্রজিৎ আর ইরাবতির সম্পর্ক। কিন্তু এই খুনগুলো করছে কে? এই সিরিয়াল কিলিং’এর পেছনে কি বা তার মোটিভ? মোহর লাহিড়ী, ইরাবতি, ইন্দ্রজিৎ আর তাদের টিম কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে? উত্তর পেতে গেলে, চোখ রাখতে হবে দারসু ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'সন্ধে নামার পরে'-তে।

এই সিরিজে, আই.পি.এস. মোহর লাহিড়ীর ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে। আই.পি.এস. জুনিয়র অফিসার ইরাবতী সান্যালের ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেনকে। ফরেনসিক ফটোগ্রাফার ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে সোমরাজ মাইতিকে। চিত্রকলার শিক্ষক বিনোদ বসুর ভূমিকায় দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের ভূমিকায় থাকছেন, রানা বসু ঠাকুর।
আনুষ্ঠানিকভাবে ১৫ মে দর্শকদের জন্য প্রকাশ্যে এসেছে দার্শু ওটিটি প্ল্যাটফর্মটি। জাতীয় বিভিন্ন বিনোদনমূলক কনটেন্টের পাশাপাশি, এখানে দেখা যাবে বাংলা ভাষার বিভিন্ন কনটেন্ট ও। প্রসঙ্গত, সামনেই মুক্তি পাচ্ছে অমৃতার নতুন সিনেমা, 'ভূতপূর্ব'। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমৃতাকে। অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'আমার বস'। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য্য সেন। এই সিরিজটি নিয়ে প্রত্যেকেরই আগ্রহ রয়েছে।






















