Nimrat Kaur : অভিষেকের সঙ্গে সম্পর্ক - জল্পনার মধ্যেই সামনে এল নিমরতের প্রাক্তন প্রেমিকের নাম !
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমরতের পুরনো এক ইন্টারভিউয়ের ভিডিও। এখানে অভিনেত্রী নিমরত তাঁর প্রাক্তন সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন।
মুম্বই : নিমরত কৌর। সুদক্ষ অভিনয়ে নজর কেড়েছেন বারবার। কিন্তু এখন তিনি চর্চায় সম্পূর্ণ অন্য কারণে। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে অভিষেক বচ্চনের সঙ্গে। রাইসুন্দরীর সংসারে ফাটল ধরার কারণ নাকি তিনিই। এই নিয়ে নেটমাধ্যম থেকে সিনেপাড়া চর্চা সর্বত্র। যদিও এরই মধ্যে নিমরত নাকি জানিয়েছেন , তিনি এসব কিছুই শোনেননি। কাজ নিয়েই ব্যস্ত তিনি। তবে সব জল্পনার মধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে নিমরতের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও।
তিনি তখন ‘দসভি’ ছবির প্রচারে ব্যস্ত। জল্পনা, এই ছবির শুটিংয়ের সময়ই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে ফাটল চওড়া হয়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমরতের পুরনো এক ইন্টারভিউয়ের ভিডিও। এখানে অভিনেত্রী নিমরত তাঁর প্রাক্তন সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন।
ঐশ্বর্যা রাইয়ের ঘর-ভাঙা, অভিষেকের জীবনে তৃতীয় কেউ, জুনিয়র বচ্চনের অন্তরমহলে নিমরতের যাতায়াত, ইত্যাদি জল্পনার মধ্যেই ওই অভিনেত্রীকে নিয়ে আগ্রহ বেড়েছে। নিমরতের বয়স, পড়াশোনা থেকে তাঁর প্রাক্তন সম্পর্ক সবই রয়েছে সার্চে।
নিমরতের প্রাক্তন কে ? রুপোলি দুনিয়ারই কেউ, নাকি বাইরের কেউ ? এ বিষয়ে নিমরত বিশেষ একটা ভাঙতে চাননি। কারণ, তিনি জানান, তাঁর প্রাক্তন প্রেমিক তখন বিবাহিত। বউ - বাচ্চা নিয়ে তাঁর ভরা সংসার। তাই তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলে অস্বস্তিতে ফেলতে চান না। সেই অনুষ্ঠানেই অভিষেক বচ্চন জানান , তাঁর সঙ্গে ঐশ্বর্যার বিবাহিত জীবন ১৫ বছরের। শুনে রীতিমতো চমকে যান নিমরত।
এখন কি সেই পুরনো সহ অভিনেতার সঙ্গেই মানসিকভাবে জড়িয়ে পড়েছেন নিমরত ? তিনিই কি পরোক্ষে বচ্চন পরিবারে ভাঙনের কারণ? উত্তর দেবে ভবিষ্যৎই।
সিনে-টাউনে গত কয়েক মাস ধরেই গুঞ্জন, ঐশ্বর্যার সঙ্গে আর জুনিয়র বচ্চনের বনিবনা হচ্ছে না। ২০০৭ সালে রাজকীয় ভাবে বিবাহ বন্ধনে বাঁধা পড়া জুটিতে ফাটল ধরেছে। আঙুল থেকে বিয়ের আংটি সরে যাওয়া থেকে রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানীর বিয়েতে অভিষেক ও ঐশ্বর্যার আলাদা যাতায়াত, জল্পনা জোরালো করে। তারপর থেকেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যা ও অভিষেক বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। তবে এই বিষয়ে ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন :