Aaradhya Bachchan: ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে 'ভুয়ো খবর' ছড়ানোর অভিযোগ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন
Aaradhya Bachchan Moves HC: অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন। 'তারকা কন্যা' হওয়ার সুবাদে জন্ম থেকেই জনসাধারণের নজরে থাকেন তিনি।
নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থ হলেন তারকা কন্যা আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Bachchan) ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।
দিল্লি হাইকোর্টে গেলেন তারকা কন্যা আরাধ্যা বচ্চন
তিনি বলিউডের শাহেনশার নাতনি। তাঁর স্বাস্থ্য নিয়েই কি না প্রকাশ করা হল ভুল খবর? অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে গেলেন অভিষেক-কন্যা আরাধ্যা।
এক জাতীয় স্তরের সংবাদ সংস্থা সূত্রে খবর, আরাধ্যা বচ্চন নাবালিকা হওয়ায় এই ধরনের মিডিয়া রিপোর্টিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছেন। মামলার শুনানি হওয়ার কথা আজ, ২০ এপ্রিল।
আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছে। মামলায় গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় (অভিযোগ সেল)কেও পক্ষ করা হয়েছে। আইন সংস্থা আনন্দ এবং নায়েকের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, 'বিবাদীদের একমাত্র উদ্দেশ্য হল বচ্চন পরিবারের সদস্যদের ক্ষতির পরোয়া না করে তাঁদের সুনাম থেকে বেআইনিভাবে লাভ করা।'
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন। 'তারকা কন্যা' হওয়ার সুবাদে জন্ম থেকেই জনসাধারণের নজরে থাকেন তিনি। তাঁর বয়স মাত্র ১১ হলেও, এর মধ্যেই অনেক সময়ে একাধিক অপ্রীতিকর মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে।
২০২১ সালে তাঁর বাবা, অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে হওয়া একাধিক ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, 'এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এমন কিছু যা আমি সহ্য করব না। আমি একজন পাবলিক ফিগার, সেটা ঠিক আছে, কিন্তু এসব থেকে আমার মেয়েকে দূরে রাখতে হবে। যদি কারও কিছু বলার থাকে তাহলে এসে আমার মুখের ওপর বলে যান।'
আরও পড়ুন: Sahil Khan: সোশ্যাল মিডিয়ায় অপমান ও খুনের হুমকির অভিযোগ, ফের আইনি জটে অভিনেতা সাহিল খান
২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। ২০১১ সালে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম হয়। 'ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল'-এর ১১ বছরের ছাত্রী আরাধ্যাকে প্রায়ই একাধিক 'হাই প্রোফাইল' অনুষ্ঠানে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। সম্প্রতি তাঁকে মুম্বইয়ে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল।