Sahil Khan: সোশ্যাল মিডিয়ায় অপমান ও খুনের হুমকির অভিযোগ, ফের আইনি জটে অভিনেতা সাহিল খান
Sahil Khan In Legal Trouble: ভারতীয় দণ্ডবিধির অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে মানহানি, হুমকি, মহিলার সম্মানহানির মতো অভিযোগ রয়েছে। তবে এই প্রথম সাহিল আইনি ঝামেলায় জড়াচ্ছেন এমন নয়।
মুম্বই: ফের আইনি ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেতা (Bollywood Actor) সাহিল খান (Sahil Khan)। 'স্টাইল' (Style) অভিনেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর (First Information Report)। এক মহিলাকে খুনের হুমকি দেওয়া (threatening to kill) ও অপমানজনক পোস্ট (defamatory posts) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৯, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আইনি জটে সাহিল খান
মুম্বই পুলিশে অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। অভিনেতার সঙ্গে আরও এক মহিলার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে ৪৩ বছর বয়সী জিমে যাওয়া এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার মানহানিকর পোস্ট আপলোড করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এক আধিকারিক।
অভিযোগকারী সাবার্বান ওশিয়াড়ার বাসিন্দা। তাঁর কথায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে টাকা নিয়ে জিমের এক মহিলার সঙ্গে তাঁর বচসা হয়। এরপর অভিযুক্ত মহিলা এবং অভিনেতা অভিযোগকারীকে গালিগালাজ করে এবং তাঁকে হুমকি দেন বলে জানান পুলিশকর্তারা। অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানহানিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বলেও 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (FIR)-এ দাবি করেন।
ভারতীয় দণ্ডবিধির অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে মানহানি, হুমকি, মহিলার সম্মানহানির মতো অভিযোগ রয়েছে। ওই পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্ত মহিলার অভিযোগকারীর স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল এবং তিনি থানায় মামলা রুজু করেন।
প্রসঙ্গত, এই প্রথম সাহিল খান আইনি ঝামেলায় জড়াচ্ছেন এমনটা নয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একজন মডেল এবং ফিটনেস প্রশিক্ষক মনোজ পাতিলকে হয়রানি ও আত্মহত্যার চেষ্টা করার জন্য প্ররোচিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এছাড়া ২০১৪ সালে অভিনেত্রী সানা খানের প্রেমিক ইসমাইল খানের সঙ্গে সাহিল খান জিমে হাতাহাতি বচসায় জড়ান।
এই বছরের জানুয়ারি মাসে, সাহিল খানের বিরুদ্ধে জালিয়াতি এবং ষড়যন্ত্রের জন্য মুম্বইয়ের এক দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই সময় সাহিল দাবি করেছিলেন যে ওই দম্পতি, সোনিয়া আহমেদ এবং করণকুমার ধীর, ৫২ হাজার টাকা মূল্যের প্রোটিন সাপ্লিমেন্ট কিনেছিলেন ওশিয়াড়ায় তাঁর দোকান থেকে কিন্তু সেই দাম তাঁরা দেননি।
সাহিল খান 'স্টাইল', 'এক্সকিউজ মি', 'আলাদিন' ও 'রামা: দ্য সেভিয়ার' ছবিতে অভিনয় করেছেন।