এক্সপ্লোর
Advertisement
অভিষেক-ঐশ্বর্যর পরিবারে যোগ হল নতুন অতিথি!
মুম্বই: মাস খানেক ধরেই অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন রয়েছেন মার্কিন মুলুকে। নিউইয়র্কে বিভিন্ন সময় অ্যাশ ও তাঁদের মেয়ে আরাধ্যার ঠুটি কাটানোর না না ছবিও পোস্ট করেছেন জুনিয়র বচ্চন। প্রসঙ্গত, নিউইয়র্কে গোটা বলিউড যখন আইফায় অংশ নিতে হাজির হয়েছিলেন, তখন সেখানেও দেখা যায়নি অ্যাশ-অভিকে। এবার জানা গেল তাঁদের নিউইয়র্কে থাকার রহস্য। নতুন সদস্য যোগ হয়েছে তাঁদের পরিবারে। না অ্যাশ ফের মা হননি, নিউইয়র্ক শহরে বিশাল বিলাসবহুল একটি অ্যাপার্টামেন্ট কিনেছেন।
তবে সূত্রের দাবি, বছর খানেক আগেই এই অ্যাপার্টমেন্টই কিনেছিলেন জুনিয়র বচ্চন। কিন্তু তাঁরা চাননি বেশি লোকে এবিষয়ে কিছু জানুক। নিউইয়র্কে অভি-অ্যাশের সঙ্গে এবার গিয়েছিলেন অ্যাশের মা বৃন্দা রাইও।
এই বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিজে হাতে সাজিয়েছেন ঐশ্বর্য। জানা গিয়েছে, ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালে সেন্ট্রাল পার্কের সৌন্দর্য উপভোগ করা যায়। এমনকি সেখানে মাঝে মধ্যে হাঁটতেও দেখা গিয়েছে সপরিবারে অ্যাশকে। তবে এই অ্যাপার্টমেন্ট ছাড়া আগে দুবাইয়ে ও প্যারিসেও বাড়ি কিনেছেন বচ্চন জুনিয়র।
তবে আপাতত নিজেদের নতুন বাড়িতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অ্যাশ-অভি-আরাধ্যা এবং বৃন্দা। দেশে ফিরেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বচ্চন দম্পতি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement