![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aishwarya Rai Bachchan: 'পোনিয়িন সেলভান-২'-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন ঐশ্বর্য্য
Aishwarya Rai Bachchan News: মণি রত্নম (Mani Ratnam) নিয়ে আসছেন তাঁর ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান'-এর দ্বিতীয় ভাগ। এই ঘোষণা গতবছরের শেষের দিকেই করেছিলেন তিনি
![Aishwarya Rai Bachchan: 'পোনিয়িন সেলভান-২'-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন ঐশ্বর্য্য Aishwarya Rai Bachchan: Ponniyin Selvan 2 Trailer Out: Mani Ratnam Sequel Looks More Intense & Action-Filled Than PS 1 Aishwarya Rai Bachchan: 'পোনিয়িন সেলভান-২'-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন ঐশ্বর্য্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/6f2a8b1a267416496c9bb9c16a61fdbe168011204161049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রায় সাড়ে ৩ মিনিটের ট্রেলারে যতটা তিনি ছিলেন, ততক্ষণ তাঁর দিক থেকে যেন চোখ ফেরানোই যায় না। দীর্ঘ প্রতীক্ষার পরে মুক্তি পেল 'পোনিয়িন সেলভান-২' (Ponniyin Selvan 2)-এর ট্রেলার। আর সেখানে নন্দিনীর বেশে নজর কাড়লেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।
মণি রত্নম (Mani Ratnam) নিয়ে আসছেন তাঁর ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান'-এর (Ponniyin Selvan) দ্বিতীয় ভাগ। এই ঘোষণা গতবছরের শেষের দিকেই করেছিলেন তিনি। সেই মতোই আগামি মাস অর্থাৎ এপ্রিলের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি। 'পোনিয়িন সেলভান ১' চলতি বছরের অন্যতম বড় বক্স অফিস সফল ছবি। যবে থেকে জানা গেছে যে ছবির দুই পর্বের শ্যুটিংই পরিচালক একসঙ্গে সেরেছেন, তবে থেকে দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায়।
প্রসঙ্গত, গোটা বিশ্বজুড়ে, তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড়, এই পাঁচ ভাষায় 'পোনিয়িন সেলভান ১' ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। ছবিটি বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির 'পোনিয়িন সেলভান' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। 'পি এস ১'-এর মুখ্য অভিনেতারা ফিরবেন দ্বিতীয় ছবিতেও। প্রযোজনায় রত্নম ও শুভস্করণ আল্লিরাজার মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশনস।
'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর।'পোনিয়িন সেলভান-১' ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যর চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে।
আরও পড়ুন: IPL 2023: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ অরিজিৎ! ঘোষণা করে দিল বোর্ড
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)