Singham 3-Pushpa 2: 'পুষ্পা ২' এর সঙ্গে সংঘাত এড়াতে পিছিয়ে দেওয়া হচ্ছে 'সিঙ্ঘম এগেন'-র মুক্তি?
Pushpa 2: ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'
কলকাতা: আগামী বছর ১৫ অগাস্ট, মুক্তি পাওয়ার কথা ছিল 'সিঙ্ঘম এগেন' (Singham Again) ও 'পুষ্পা ২' (Pushpa 2)এর। তবে শোনাযাচ্ছে 'পুষ্পা ২' এর সঙ্গে সংঘাত এড়াতে ছবি মুক্তি স্থগিত করল টিম 'সিঙ্ঘম এগেন'। সূত্রের খবর অনুযায়ী, দুটি ছবিরই যাতে ব্য়বসার ক্ষতি না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে অজয় দেবগণ (Ajay Devgan) ও রোহিত শেট্টি (Rohit Shetty)।
২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার।
সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে।
আরও পড়ুন...
দ্বিতীয় ছবির জন্য় প্রস্তুতি শুরু আমির পুত্র জুনেদের, বিপরীতে সাই পল্লবী?
পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে অল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।
অন্য়দিকে, ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী রোহিত শেট্টি ও অজয় দেবগণের 'সিঙ্ঘম এগেন' (Singham Again) পর্দায় দেখতে আবারও মুখিয়ে থাকবেন দর্শক।
'সিঙ্ঘম এগেন' ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে।
উল্লেখ্য়, অজয় দেবগণকে শেষ দেখা গিয়েছিল 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'ভোলা'য়। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি যদিও সেই ছবি। প্রায় দুই সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর বিশ্বজুড়ে মোট আয়ে ১০০ কোটির গণ্ডি পার করতে পেরেছে এই ছবি। তাঁর আগামী ছবি 'ময়দান', চলতি বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা। এর পর অজয়ের ঝুলিতে রয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত 'অরো মে দম থা', তব্বুর সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন