এক্সপ্লোর
Advertisement
কেন রাজীব ভাটিয়া নাম ছাড়লেন অক্ষয়?
মুম্বই: তাঁর পিতৃদত্ত নাম রাজীব ভাটিয়া। কিন্তু বলিউডে এসে নামটা বদলে ফেলেছেন। এই নামের মানুষটিকে আজ কেউ চেনে না। কিন্তু গোটা বলিউড এক ডাকে চেনে অক্ষয় কুমারকে।
কেন পুরনো নাম ছাড়লেন অক্ষয়? এই প্রথম খিলাড়ি জানালেন সেই গল্প।
এ বিষয়ে প্রশ্ন করা হলে একটু হকচকিয়েই যান অক্ষয়। বলেন, এই প্রথম কেউ তাঁর কাছে জানতে চাইল নাম বদলের কারণ। তাঁর প্রথম ছবি মুক্তি পায় ১৯৮৭-তে, আজ। পরিচালনায় ছিলেন মহেশ ভট্ট, নায়ক কুমার গৌরব। ছবিতে কুমার গৌরবের চরিত্রের নাম ছিল অক্ষয়। রাজীব ভাটিয়ার তাতে ছিল সাড়ে চার সেকেন্ডের রোল। তবু তিনি দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন কুমার গৌরবের অভিনয়।
একদিন কী হল, সোজা বান্দ্রা পূর্ব আদালতে গিয়ে নামটা পালটে ফেলেন তিনি। রাজীব থেকে হয়ে যান অক্ষয় কুমার। তখন কেউ চিনত না তাঁকে, তবু নতুন নামে বানিয়ে ফেলেন ভিজিটিং কার্ড।
আর এখন? অক্ষয় নাম অক্ষয় হয়ে গিয়েছে অক্ষয় কুমারের সঙ্গে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement