Housefull 5: কবে মুক্তি পাচ্ছে 'হাউসফুল ৫'? সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা অক্ষয় কুমারের
Akshay Kumar: কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে রীতেশ দেশমুখকেও।
কলকাতা: প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'হাউসফুল ৫' নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। কারণ এই ফ্র্যাঞ্চাইজির আগের চারটি ছবিই বক্সঅফিসে হিট। আর এবার 'হাউসফুল ৫' নিয়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য। এই ছবি কবে মুক্তি পাবে সেই তথ্য়ই সামনে আনল ছবির মুখ্য় অভিনেতা অক্ষয় কুমার। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি জানান, আগামী বছর দীপাবলীতে মুক্তি পাবে এই ছবি। কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে রীতেশ দেশমুখকেও।
উল্লেখ্য় ‘হাউসফুল ৪’ -ছবিটি পরিচালনা করেছিলেন ফরহাদ সামজী। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা মিলেছিল রীতেশ দেশমুখ, পূজা হেগরে, কৃতি শ্যানন, ববি দেওয়াল ও আরও অনেককে। ছবিতে আলাদা আলাদা দুটি পোস্টারে অক্ষয়ের দুরকম চরিত্রে দুরকম লুক প্রকাশ্য়ে এসেছিল। রাজকুমার বালা-র চরিত্রে অক্ষয়ের মাথা নেড়া, বিশাল গোঁফ, গায়ে রাজার পোশাক, গয়না। অন্যদিকে হ্যারির লুক ছিল এক্কেবারে আধুনিক।
আরবর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?ও পড়ুন...
প্রসঙ্গত, ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পাবে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবারের পোস্টার থেকেই স্পষ্ট, শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে।
উল্লেখ্য়, 'ওহ মাই গড ২' ছবি প্রেক্ষাগৃহে মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির। বিশেষজ্ঞদের মতে এই লড়াই দেখার মতো হতে চলেছে। এছাড়া সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২: দ্য কথা কন্টিনিউজ'-এর সঙ্গেও লড়াই হবে এই ছবির। ২০০১ সালের সফল ছবি 'গদর: এক প্রেম কথা'র দ্বিতীয় সংস্করণ এটি।
২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েককে দেখা যাবে। ছবির পরিচালক অমিত রাই (Amit Rai)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial