Sunny Deol New Movie: আসছে সানি দেওলের নতুন ছবি 'চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট', পোস্ট অক্ষয় কুমারের
২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সানি দেওল বলিউডে পা রাখেন ১৯৮৩ সালে। অমৃতা সিংহের বিপরীতে 'বেতাব'-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
নয়াদিল্লি: ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্ল্যাঙ্ক'-এ শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল অভিনেতা সানি দেওলকে। এবার 'গদার: এক প্রেম কথা' অভিনেতাকে দেখা যাবে দলকির সলমন, পূজা ভট্ট এবং 'স্ক্যাম ১৯৯২' খ্যাত অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরীর সঙ্গে 'চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট' ছবিতে।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়ায় আর. বালকি এই ছবির ঘোষণা করেন। ক্যাপশনে 'সূর্যবংশী' অভিনেতা লেখেন, 'এটা দেখে, কেউ বলতে পারবে না #চুপ! আমার মনে প্রচুর প্রশ্ন, কী অসম্ভব কৌতূহলপূর্ণ পোস্টার। উৎসাহের সঙ্গে অপেক্ষায় রয়েছি আর. বালকি।'
View this post on Instagram
২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল বলিউডে পা রাখেন ১৯৮৩ সালে। অমৃতা সিংহের বিপরীতে বাবার প্রযোজিত ছবি 'বেতাব'-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখেন অমৃতা সিংহ।
এরপর 'গদার: এক প্রেম কথা', 'দামিনী', 'ঘাতক', 'ডর' ইত্যাদি বিভিন্ন ছবিতে দুর্দান্ত অভিনয় ক্ষমতার প্রকাশ পেয়েছে সানি দেওলের। এখনও পর্যন্ত অভিনেতা প্রায় ৮৫টিরও বেশি ছবি করেছেন।
প্রসঙ্গত, 'চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট' ছবির অপর অভিনেতা দলকির সলমন ২০১২ সালে মালয়লম ছবি 'সেকেন্ড শো' দিয়ে সিনেমা জগতে পদার্পণ করেন। এর আগে বলিউডে তাঁর প্রথম ছবি ২০১৮ সালের 'কারয়াঁ', যেখানে তাঁকে ইরফান খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল।