বাস্তবেও ‘প্যাডম্যান’ অক্ষয়, দুঃস্থ মহিলাদের ১০০০০ স্যানিটারি প্যাড বিলি করবেন
রিল লাইফের পর রিয়েল লাইফেও ‘প্যাডম্যান’-এর ভূমিকায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এগিয়ে এলেন দুঃস্থ মহিলাদের সাহায্যে। করোনাভাইরাস মোকাবিলায় মোটা অঙ্কের অর্থ দান করেছেন ‘এয়ারলিফ্ট’ অভিনেতা।
মুম্বই: রিল লাইফের পর রিয়েল লাইফেও ‘প্যাডম্যান’-এর ভূমিকায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এগিয়ে এলেন দুঃস্থ মহিলাদের সাহায্যে। করোনাভাইরাস মোকাবিলায় মোটা অঙ্কের অর্থ দান করেছেন ‘এয়ারলিফ্ট’ অভিনেতা। এবার তিনি দুঃস্থ মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণের উদ্যোগ নিলেন। ‘সমর্পন’ নামে একটি এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে দুঃস্থ মহিলাদের ১০ হাজার স্যানিটারি প্যাড বন্টন করবেন তিনি।
এই উদ্যোগ সম্পর্কে অক্ষয় ট্যুইট করে সবাইকে তাতে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন। লিখেছেন, একটা ভালো কাজে আপনাদের সমর্থনের প্রয়োজন। কোভিডের সময় পিরিয়ড থামে না,মুম্বইয়ের দুঃস্থ মহিলাদের প্যাড জোগানোর ব্যাপারে সাহায্য করুন। এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।এনজিও-টির প্রতিষ্ঠাতা ড. রুমা ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতে মাত্র ৪২ শতাংশ মহিলা প্যাড ব্যবহার করেন। এর কারণ ক্রয় ক্ষমতার অভাব, পর্যাপ্ত সরবরাহ, পিরিয়ড সম্পর্কে সচেতনতার ঘাটতির মতো বিভিন্ন কারণ।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্ষয় পিএম কেয়ার্স ফান্ডে ২৫ কোটি টাকা দান করেছেন। এরপরও দুঃস্থ ও করোনার বিরুদ্ধে সামনের সারিতে থাকা কর্মীদেরও সাহায্য করেছেন। এছাড়াও অক্ষয় সিনেমা ও টেলিভিশন কলাকুশলীদের সংগঠন সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা)-কেও ৪৫ লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন।