এক্সপ্লোর
গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে মল্লিকা দুয়াকে নিয়ে ঠাট্টা, সমালোচনার মুখে অক্ষয়

মুম্বই: কমেডিয়ান মল্লিকা দুয়াকে নিয়ে অক্ষয় কুমারের ঠাট্টায় বেজায় চটেছেন মল্লিকার বাবা নামী সাংবাদিক বিনোদ দুয়া। টুইটারে অক্ষয়ের সমালোচনা করেছেন তিনি। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের অন্যতম বিচারক অক্ষয় কুমার। মল্লিকা ওতেই কাজ করেন কমেডিয়ানদের মেন্টর হিসেবে। অনুষ্ঠানের নিয়ম হল কোনও প্রতিযোগীর পারফরম্যান্সে খুশি হলে উঁচু একটি মঞ্চের ওপর রাখা ঘণ্টা বিচারক ও মেন্টরদের বাজাতে হয়। অনুষ্ঠান চলাকালীন অক্ষয় ও মল্লিকা দুজনেই যান ঘণ্টাটি বাজাতে। সেখানে অক্ষয় ঠাট্টা করে তাঁকে বলেন, মল্লিকাজি আপ বেল বাজাও, ম্যায় আপকো বাজাতা হুঁ। অক্ষয়ের শব্দচয়নে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন মল্লিকার বাবা বিনোদ দুয়া। এক ফেসবুক পোস্টে অক্ষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট চ্যানেলকে নির্দেশ দেন তিনি। বলেন, অক্ষয়কে দেখে নেবেন। যদিও পরে সেই মন্তব্য ডিলিট করে দেন। মল্লিকাও টুইট করে বুঝিয়ে দেন, এমন ঠাট্টা তাঁর মোটেই পছন্দ নয়। পরে অবশ্য তা ডিলিট করেন তিনিও।
@MallikaDua why u hve deleted this pic.twitter.com/9E1pwkhob3
— Shivam (@ishivam_singh) October 26, 2017
অক্ষয় যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















