Akshay Kumar: বাড়ি ঘুরিয়ে দেখালেন অক্ষয় কুমার, অভিনেতার বসার ঘর আর ওয়ারড্রোব দেখেছেন?
Bollywood Celebrity Updates: নিজের বাড়ি ঘুরিয়ে দেখালেন অক্ষয় কুমার। বসার ঘর থেকে ওয়ারড্রোব কতটা বিলাসবহুল, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।
মুম্বই: তারকাদের ব্যক্তিগত জীবন, তাঁরা কীভাবে জীবন কাটান, সে সম্পর্কে সাধারণ মানুষের জানার আগ্রহের অভাব নেই। তারকাদের বাড়ি কতটা বিলাসবহুল হয়, সে সম্পর্কেও তাঁদের অনুরাগীদের আগ্রহ থাকে। আর এবার অনুরাগীদের সেই আগ্রহ পূরণ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। নিজের বাড়ি ঘুরিয়ে দেখালেন। বসার ঘর থেকে ওয়ারড্রোব কতটা বিলাসবহুল, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।
অক্ষয় কুমারের বাড়ি কতটা বিলাসবহুল?
সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর মুম্বইয়ের বাড়ির অন্দরমহল দেখা যাচ্ছে সেই ভিডিওতে। মূলত অভিনেতা নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করছেন। সেই কথাই সকলের সঙ্গে সেই ভিডিওতে শেয়ার করে নিয়েছেন। নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চের কথা জানানোর সঙ্গে সঙ্গে বাড়ির বসার ঘর এবং ওয়ারড্রোবও দেখালেন অক্ষয় কুমার।
আরও পড়ুন - Kajol: শাহরুখ এবং অজয়ের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়? জানালেন কাজল
ভিডিওতে অক্ষয় কুমার জানাচ্ছেন যে, তিনি তাঁর ব্র্যান্ড 'ফোর্স নাইন' (Force IX) লঞ্চ করছেন। কেন 'ফোর্স ৯' নাম দিয়েছেন নিজের ব্র্যান্ডের, সে কথাও জানিয়েছেন অভিনেতা। অক্ষয় কুমার বলেন, 'আমার ফ্যাশন ব্র্যান্ড 'ফোর্স ৯' খুব তাড়াতাড়িই আসছে। যা আমরা হৃদয় থেকে তৈরি করেছি। আবেগের সঙ্গে তৈরি করা হয়েছে এটিকে।' অভিনেতার ফ্যাশন ব্র্যান্ডের কথা জানতে পেরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
">
অন্যদিকে, অক্ষয় কুমারকে শীঘ্রই দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। ইমরান হাশমির সঙ্গে 'সেলফি', আনন্দ এল রাইয়ের ছবি 'গোরখা' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।
">