এক্সপ্লোর
২০২০-তে আয় হয়েছে ৩৬৫ কোটি টাকা, স্ত্রী-র সঙ্গে হ্যাপি টাইম কাটাচ্ছেন অক্ষয় কুমার
টুইঙ্কল তেমনই সুসময়ের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। সেখানে তাঁর ৫.৮ মিলিয়ন ফলোয়ার আছেন। তাঁরা সকলেই অক্ষয় আর টুইঙ্কলের ছবি দেখে আপ্লুত।
![২০২০-তে আয় হয়েছে ৩৬৫ কোটি টাকা, স্ত্রী-র সঙ্গে হ্যাপি টাইম কাটাচ্ছেন অক্ষয় কুমার Akshay Kumar Twinkle Khanna Earning Rs 356 Crores 2020 Akshay Kumar Busy Having Fun With wife Twinkle Khanna ২০২০-তে আয় হয়েছে ৩৬৫ কোটি টাকা, স্ত্রী-র সঙ্গে হ্যাপি টাইম কাটাচ্ছেন অক্ষয় কুমার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/18201552/akshay-twinkle.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যে কথাটা চাউর আছে এবং বহু লোকই দেখেছেন, তা হল বলিউডের নায়কদের মধ্যে অক্ষয় কুমারের মতো পরিশ্রমী মানুষ কমই আছেন। দিন-রাত খাটতে পারেন। যে সময়টা কাজের মধ্যে থাকেন তাঁর আর কোনও দিকে হুঁশ থাকে না। জমিয়ে কাজ করেন এবং দু হাতে রোজগার করেন, এটাই তাঁর পদ্ধতি। হিসেব বলছে এই ২০২০ সালে যেখানে মানুষ সেভাবে টাকার মুখ দেখতে পারেননি, সেই সময়ে দাঁড়িয়েও তিনি রোজগার করেছেন ৩৫৬ কোটি টাকা। আর এরপর নিশ্চিন্তে স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। টুইঙ্কল তেমনই সুসময়ের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। সেখানে তাঁর ৫.৮ মিলিয়ন ফলোয়ার আছেন। তাঁরা সকলেই অক্ষয় আর টুইঙ্কলের ছবি দেখে আপ্লুত।
ছবিতে অক্ষয়কে খুব কুল দেখাচ্ছে। খুব রিল্যাক্সড আর ফূর্তির মেজাজে আছেন তিনি। টুইঙ্কল ছবির সঙ্গে লিখেছেন, ‘আমরা পরস্পরের সঙ্গে মজায় মেতে আছি। ডুড, আফটার দিস ইউ আর রিয়েলি গোয়িং টু গেট আ কোল্ড সোল্ডার ইন মোর ওয়েজ দ্যান ওয়ান’।
সোশ্যাল মিডিয়ার পোস্টে অক্ষয় এবং টুইঙ্কল উভয়ই প্রায়ই পরস্পরকে নিয়ে মজা করে থাকেন।হাল্কা টিজ করেন। সেইসব মজাগুলো খুব উপভোগ করে থাকেন ফ্যানরা। কিছুদিন আগে মিঞা-বিবি একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের বাড়িতে সবচেয়ে ভাল রাঁধুনি তাঁদের পুত্র আরব। অক্ষয় কুমার বলেছেন, আমি হলাম সেকেন্ড বেস্ট। টুইঙ্কলের সংযোজন, ও জানে কেমন করে আমার মাথা ফ্রাই করে দিতে হয়, রক্ত ফুটিয়ে দিতে হয়! এভাবে পরস্পরকে নিয়ে মজা করতে পারেন বলেই বহু ঝগড়ার পরেও অক্ষয়-টুইঙ্কলের ঘর ভাঙেনি বলে মনে করেন সকলে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)