Alia Bhatt: 'সেটে আমায় বাংলা শিখিয়ে দেন টোটা স্যার, চূর্ণি ম্যাম', প্রশংসায় পঞ্চমুখ আলিয়া
সাদা জামদানিতে প্রিয়া সিনেমাহলের মঞ্চে তিনি যখন 'গঙ্গুবাঈ'-এর মত করে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন, সেই ছবি দেখে উচ্ছাসে ফেটে পড়েছিলেন তাঁর বাঙালি ভক্তরা। কলকাতা তাঁর প্রিয় শহরগুলির মধ্যে অন্যতম।
কলকাতা: সাদা জামদানিতে প্রিয়া সিনেমাহলের মঞ্চে তিনি যখন 'গঙ্গুবাঈ'-এর মত করে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন, সেই ছবি দেখে উচ্ছাসে ফেটে পড়েছিলেন তাঁর বাঙালি ভক্তরা। কলকাতা তাঁর প্রিয় শহরগুলির মধ্যে অন্যতম। এখানে এলে জলভরা সন্দেশ তাঁর চাইই চাই। রসগোল্লা ভালো লাগলেও, সন্দেশ তার কাছে অতুলনীয়। মায়ানগরীর প্রথম সারির এই নায়িকা নিজের ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন। কিন্তু এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কথায় ফিরে ফিরে এল বাংলা ও বাঙালি। তিনি আলিয়া ভট্ট (Alia Bhatt)।
'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র প্রচারে কলকাতায় পা রেখেছিলেন আলিয়া। মঞ্চেই তিনি ডায়েট ভুলে কামড় বসিয়েছিলেন জলভরা সন্দেশে। হাতে তুলে নিয়েছিলেন গোলাপও। এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া ফাঁস করলেন, রসগোল্লার চেয়েও তাঁকে মুগ্ধ করে কলকাতার সন্দেশ। কলকাতার রসগোল্লাকে নিয়ে যে উন্মাদনা, তার সম্পূর্ণ উল্টো পথেই হাঁটেন আলিয়া। কলকাতা এলে চাখতে ছাড়েন না রসগোল্লাও। কিন্তু সন্দেশ তাঁর চাইই চাই।'
আরও পড়ুন: Ranjit Mallick Exclusive: আধুনিক ছবিতে ২ জন প্রেম করছে, পিছনে ৫০ জন নাচছে, ভীষণ অযৌক্তিক লাগে
এ তো গেল খাওয়ার কথা। কলকাতার আর কোন কোন জিনিস মুগ্ধ করে আলিয়াকে? অভিনেত্রী জানালেন, কলকাতার মানুষের চালচলন, কথা বলা, সংস্কৃতি সবকিছুই ভালো লাগে তাঁর। আপাতত দুই বাঙালির সঙ্গে কাজও করছেন তিনি। নতুন ছবি 'রকি ওউর রানি কী প্রেম কাহানি' তে টোটা রায়চৌধুরী ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন আলিয়া। সেটে কখনও বাংলা বলার প্রয়োজন হলে তা শিখে নিচ্ছেন এই দুই বাঙালি তারকার থেকেই। টোটা ও চূর্ণির প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর সিংহকে।
মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হচ্ছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-কে (Gangubai Kathiawadi) কেন্দ্র করে। কখনও নাম না করে এই ছবিকে আক্রমণ করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না করে আলিয়া ভট্ট ও মহেশ ভট্টকে বেনজির আক্রমণ করেন তিনি। আবার কখনও ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন 'গাঙ্গুবাঈ'-এর ছেলে বাবুজি রাওজি শাহ। কিন্তু এবার 'কাঠিয়াওয়াড়ি' সম্প্রদায়ের মানুষের মানহানি করা হয়েছে বলে বম্বে হাইকোর্টে ছবির নাম পরিবর্তনের আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন এক কংগ্রেস নেতা।