Alia Bhatt: আলিয়ার হলিউড উড়ানের ঝলক, 'হার্ট অফ স্টোন'-এর টিজারে দেখা মিলল 'কেয়া'-র
Alia Bhatt Update: ছবির বেশ কিছু দৃশ্যের ঝলক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। এরপর আনুষ্ঠানিকভাবে ছবির একটি ক্যামেরার পিছনের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে
মুম্বই: এক ঝলকেই নজরকাড়া । মুক্তি পেল আলিয়া ভট্ট (Alia Bhatt)-প্রথম হলিউডের ছবি 'হার্ট অফ স্টোন' (Heart of Stone)-এর প্রথম লুক । এই ছবিতে আলিয়ার সহ অভিনেতা ও অভিনেত্রী হিসাবে দেখা মিলবে গাল গাদোত, জেমি ডরমানদের । আলিয়ার হলিউড ডেবিউ পরিচালনার দায়িত্বে রয়েছেন টম হারপার ।
ছবির বেশ কিছু দৃশ্যের ঝলক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল আগেই । এরপর শনিবার ‘টুডাম: এ নেটফ্লিক্স গ্লোবাল ফ্যান ইভেন্ট’-এ আনুষ্ঠানিকভাবে ছবির একটি ক্যামেরার পিছনের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে । সঙ্গে রয়েছে হার্ট অফ স্টোন (Heart of Stone) তৈরির টুকরো সব গল্প । আর সেই ঝলকেই সেখানেই কেয়া ধাওয়ান হয়ে সামনে এলেন আলিয়া ।
আরও পড়ুন: Bodhon: ছারখার দিতিপ্রিয়ার জীবন, পাশে দাঁড়ালেন সন্দীপ্তা, চান্দ্রেয়ী
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে আলিয়া লিখেছেন, 'হার্ট অফ স্টোন' ও কেয়ার প্রথম লুক প্রকাশ্যে নিয়ে এলাম । ২০২৩ সালে এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে ।
ভিডিওতে ধরা পড়েছে দুর্দান্ত সব অ্যাকশনের সিকুয়েন্স । এই অ্যাকশন থ্রিলারে কেন্দ্রীয় চরিত্র ব়্যাচেল স্টোনের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী গাল গাদোত । ছবির অ্যাকশনের দৃশ্যগুলোকে যতটা সম্ভব বাস্তবধর্মী করে তোলা যায় সেই চেষ্টাই গোটা টিম করেছে, বলে সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে বলতে শোনা গেল গাল গাদোতকে । গাল গাদোতকে এখানে সিআইএ (মার্কিন গুপ্তচর সংস্থা)-এর এজেন্ট হিসাবে দেখা যাবে ।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া আলিয়ার বলিউড ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্সঅফিসে ভাল ব্যবসা করেছে।
View this post on Instagram