Alia Bhatt on Raha: সমাজমাধ্যম থেকে মুছেছেন, এবার রাহার ছবি না তোলার অনুরোধ রণবীর আলিয়ার
Alia Bhatt and Ranbir Kapoor: আলিয়ার কথায়, এখন সবার হাতেই ফোন আছে। ফলে যে কেউ রাহার ছবি তুলতেই পারেন

কলকাতা: সদ্যই রণবীর কপূরকে (Ranbir Kapoor) পাশে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। আগামীকাল, অর্থাৎ ১৫ মার্চ তাঁর জন্মদিন। তার আগে, আলোকচিত্রী ও সাংবাদিকদের জন্য বিশেষ আয়োজন করেছিলেন রণবীর ও আলিয়া। ক্যামেরার সামনেই একসঙ্গে কেক কাটেন তাঁরা। খাইয়ে দেন একে অপরকে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন রণবীর আলিয়া। আর সেখানেই উঠে আসে রাহার প্রসঙ্গ। সদ্য সোশ্যাল মিডিয়া থেকে কন্যা রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন রণবীর ও আলিয়া। কিন্তু কেন, সেই কথা তাঁরা খোলসা করেননি। এদিন এই বিষয় নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় রণবীর আলিয়াকে। আর সেই উত্তর দিতে গিয়েই খোলসা করেন আলিয়া।
আলিয়ার কথায়, এখন সবার হাতেই ফোন আছে। ফলে যে কেউ রাহার ছবি তুলতেই পারেন। এতে তাঁরা কিছু করতে পারবেন না। তবে রাহার সুরক্ষা ভাবায় আলিয়া ও রণবীরকে। তাঁরা আলোকচিত্রী ও সাংবাদিকদের নিজেদের পরিবারের মতোই মনে করেন। সেই কারণে তাঁরা পাপারাৎজিদের কাছে অনুরোধ করতে পারেন রাহার ছবি না তোলার জন্য। সদ্য সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলার ঘটনায় কার্যত নড়ে গিয়েছিল বলিউড। তারপর থেকেই সুরক্ষার দিকে বাড়তি নজরদারি করছেন তাঁরা। সেই তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া ও রণবীরও। সেই কারণেই আলিয়া সোশ্যাল মিডিয়া থেকে রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আলিয়ার অনুরোধ যেমন যথেচ্ছভাবে রাহার ছবি তোলা হচ্ছে, তা যেন না তোলা হয়। তিনি রাহার সুরক্ষা নিয়ে চিন্তিত।
তবে রাহার ছবি তোলা নিয়ে যে আলিয়া বা রণবীর কোনও পদক্ষেপ নেবেন এই কথা বলেননি আলিয়া বা রণবীর। তাঁরা মনে করেন, আলোকচিত্রীরা তাঁদের পরিবারের মতোই। সেই কারণে তাঁরা তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চান না। তবে এখন সবার কাছেই মোবাইল আছে। ফলে যে কেউ ইচ্ছা করলে ছবি তুলতে পারেন। সেই কারণেই তাঁরা আলোচিত্রীদের অনুরোধ করেছেন ছবি না তোলার জন্য। কিছুদিন আগে, বাড়ির জানলা দিয়ে আলিয়ার ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ে এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আলিয়া। পাশে পেয়েছিলেন অনেককেই। আলিয়া সেই প্রসঙ্গ টেনেও বলেন, তিনি লোকজনের আগ্রহকে শ্রদ্ধা করেন। তবে সব কিছুর একটা সীমা থাকা দরকার।
আরও পড়ুন: Amir Khan: ২৫ বছরের আলাপ, তারপরে প্রেম! আমির অভিনীত প্রায় কোনও ছবিই দেখেননি তাঁর প্রেমিকা গৌরী!






















