'Rocky Aur Rani Kii Prem Kahaani': আলিয়া-রণবীরের নতুন ছবির মুখ্য চরিত্র 'রকি' ও 'রানি'র প্রেম কাহিনি, প্রকাশ্যে ট্রেলার
Trailer Out Now: কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ । পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি।

নয়াদিল্লি: ঝলক মিলেছিল টিজারেই। আজ প্রকাশ্যে এল 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ট্রেলার ('Rocky Aur Rani Kii Prem Kahaani' Trailer Out)। ছবির মূল চরিত্রে বলা চলে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি (love story)। রানধাওয়া (Randhawa) ও চট্টোপাধ্যায় (Chatterjee) পরিবারের মধ্যে টক্করের গল্প বলবে এই ছবি। প্রেম বড় না পরিবার? জয় কার?
প্রকাশ্যে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ট্রেলার
কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এই বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
ছবিতে বাঙালি কন্যার চরিত্রে আলিয়া ভট্ট। শাড়ি, চোখে মোটা কাজল, কপালে ছোট্ট টিপ পরে খুবই সুন্দ দেখাচ্ছে তাঁকে। তাঁর পরিবারের সদস্যরা চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি। শিক্ষিত, মার্জিত, সাংস্কৃতিক ও শৈল্পিক সত্ত্বা সম্পন্ন এক পরিবার। এই পরিবার আর পাঁচটা বাঙালি পরিবারের মতোই যাঁদের বাড়িতে টাঙানো থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটি ছবি। এবং খুবই ফিল্মি কায়দায় রবীন্দ্রনাথকে চিনতে পারে না পাঞ্জাবী রকি। তেমনই পাঞ্জাবী বড়লোক বাড়ির ছেলে রকি। সম্ভ্রান্ত পাঞ্জাবী পরিবার, অঢেল অর্থ কিন্তু ছেলে পড়াশোনায় বিশেষ দূর এগোতে পারেনি, যাঁর ভোট দেওয়ার নাগরিক অধিকার সম্পর্কেও বিশেষ জ্ঞান নেই। এমনই দুই পরিবার যখন মুখোমুখি দাঁড়ায়, তার পরিণাম কী হয়, সেটা দেখা যাবে প্রেক্ষাগৃহে। আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপ অবশ্য অবাক করতে পারে বাঙালি দর্শককে।
আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার প্রকাশ হওয়ার পর দর্শকদের একাংশ যেমন কর্ণ জোহরের 'লার্জার দ্যান লাইফ' ছবির প্রশংসা করেছেন, তেমনই একাংশ বাঙালি ও পাঞ্জাবীদের বাঁধাধরা ছকে ফেলার অভিযোগ তুলেছেন। এখন সময় বলবে এই ছবি দর্শক কতটা পছন্দ করছেন। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















