Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Dhanush Update: সোমবার ভোরবেলা তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ ও তাঁর দুই ছেলে। শুধু তাই নয়, এদিন পুজোর অংশ হিসেবে মাথা মুণ্ডন করলেন দুই ছেলে ও বাবা।
নয়াদিল্লি: সোমবার, ৩ জুলাই, অন্ধ্র প্রদেশের তিরুপতি মন্দিরে (Tirupathi Temple) দেখা গেল দক্ষিণী তারকা ধনুশকে (South Star Dhanush)। আপাতত তিনি শ্যুটিং সারছেন 'ক্যাপ্টেন মিলার'-এর (Captain Miller) চরিত্রে। অরুণ মাথেশ্বরনের (Arun Matheswaran) পরিচালনায় তৈরি হচ্ছে ছবি। মন্দির দর্শনে দুই ছেলে, যাত্রা (Yatra) ও লিঙ্গ (Linga), এবং বাবা ও মাকে সঙ্গে নিয়ে যান অভিনেতা।
তিরুপতি মন্দিরে পুত্র ও বাবা-মায়ের সঙ্গে ধনুশ
সোমবার ভোরবেলা তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ ও তাঁর দুই ছেলে। শুধু তাই নয়, এদিন পুজোর অংশ হিসেবে মাথা মুণ্ডন করলেন দুই ছেলে ও বাবা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হল সেই ছবি।
যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ধনুশ তাঁর মাথার সমস্ত চুল ও দাড়ি গোঁফ কামিয়ে ফেলেছেন। তিরুপতি মন্দিরে গিয়ে অভিনেতা মস্তক মুণ্ডনের মাধ্যমে পুজো দেন শ্রী ভেঙ্কটেশ্বরের কাছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার নতুন এই লুকের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট হয়েছে। অভিনেতাকে দেখা গেল গাঢ় নীল শার্ট ও সাদা বেষ্টি পরে। গলায় ছিল রূদ্রাক্ষের মালা।
❤️ @dhanushkraja with his family in Tirupati elumalai Kovil
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) July 3, 2023
#CaptainMiller pic.twitter.com/dRDLALA8pz
#Dhanush sir with his family #tirupati today #CaptainMilIer pic.twitter.com/AADweHwFF2
— Chowdrey (@Chowdrey_) July 3, 2023
#Dhanush Had Darshanam at Tirumala 🙏#Tirumala #TTD #Darshanam #Dhanushkraja#Tirupati #TirupatiYaaYo #TirumalaDarshanam pic.twitter.com/3Xj7KTwCSQ
— TirupatiYaaYo (@TirupatiYaaYo) July 3, 2023
শোনা যাচ্ছে ধনুশের এই নতুন লুক তাঁর আগামী ছবি 'ডি৫০'-এর জন্য যথাযথ। সান পিকচার্স প্রযোজিত এই ছবির অভিনেতা এবং পরিচালক, দুইই ধনুশ। যদিও আনুষ্ঠানিকভাবে ছবির সম্পূর্ণ কাস্ট প্রকাশ করা হয়নি। নির্মাতাদের তরফে কিছু ঘোষণা করা না হলেও এই লুক তাঁর আগামী ছবির জন্য বলেই মনে করছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'
প্রসঙ্গত, ধনুশকে সম্প্রতি দেখা গিয়েছে তেলুগু ও তামিল ছবি 'বাথি'তে। তাঁর আগামী ছবি 'ক্যাপ্টেন মিলার'। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই ছবির। এছাড়া সম্প্রতি পরিচালক আনন্দ এল. রাই ঘোষণা করেছেন তাঁর নতুন ছবির, 'তেরে ইশক মে', সেখানেও দেখা যাবে ধনুশকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন