Alia Bhatt Update: বিশেষ ছবি পোস্ট, বছর শেষে রণবীরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আলিয়া
বছর শেষের লগ্ন আর নতুন বছর শুরুর মুহূর্তটা রণবীর কপূরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আলিয়া ভট্ট। বর্ষবরণের মুহূর্তটা তিনি রণবীর কপূরের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি শেয়ার করলেন।
![Alia Bhatt Update: বিশেষ ছবি পোস্ট, বছর শেষে রণবীরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আলিয়া Alia Bhatt Is Giving ‘Hakuna Matata Energy’ To 2022, Shares Photo With Ranbir Kapoor From Vacation Alia Bhatt Update: বিশেষ ছবি পোস্ট, বছর শেষে রণবীরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আলিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/31/d8aae72e9b9671fdccc23384949073e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নতুন বছরটা শুরু হতে বাকি আর মাত্র অল্প কয়েক ঘণ্টা। ইতিমধ্যেই নতুন বছর উদযাপনে মেতে উঠেছেন বহু মানুষ। কেউ ছুটি কাটাতে গিয়েছেন কোথাও। আবার কেউ একেবারেই পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাচ্ছেন। বলিউড তারকারও নিজেদের মতো করে নিউ ইয়ার সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন। তেমনই একজন আলিয়া ভট্ট (Alia Bhatt)। বছর শেষের লগ্ন আর নতুন বছর শুরুর মুহূর্তটা তিনি বিশেষ একজন মানুষের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। অবশ্যই সেই বিশেষ মানুষ রণবীর কপূর। বর্ষবরণের মুহূর্তটা তিনি রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি শেয়ার করলেন।
আরও পড়ুন - Katrina on 83 Film: 'এইট্টি থ্রি' দেখেই রণবীর-দীপিকাকে নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা!
সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে ছুটি কাটানোর বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন। কোনও ছবিতে তাঁকে একগাল হাসি মুখে দেখা যাচ্ছে। আবার কোনও ছবিতে রণবীর কপূরকে দেখা যাচ্ছে গ্লাসে চুমুক দিতে। আলিয়া ভট্টের বেশিরভাগ ছবিতেই ফুটে উঠেছে বন্যপ্রাণ। কোথাও সিংহ, কোথাও জিরাফ, কোথাও বাঘ, আবার কোন ছবিতে শুধুই সূর্যাস্ত কিংবা সূর্যদয়ের ছবি।
২০১৮ সালে সোনম কপূরের বিয়ের রিসেপশন পার্টিতে প্রথমবার একসঙ্গে নজর কাড়েন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। শোনা যাচ্ছে সেই সময় থেকেই সম্পর্কে রয়েছে তাঁরা। খুব শীঘ্রই তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায় অবশ্য খোলাখুলি জানিয়ে দেন যে, এই ছবির সেট থেকেই সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। কিন্তু পরিচালকের নির্দেশ ছিল কোনওভাবেই যেন তাঁদের প্রকাশ্যে দেখা না যায়। আর সেই কারণেই একসঙ্গে দেখা যেত না রণবীর কপূর ও আলিয়া ভট্টকে।
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছাড়াও আলিয়া ভট্টের হাতে রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ট্রিপল আর', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে। এছাড়াও তাঁকে দেখা যাবে 'জি লে জারা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই অভিনেত্রী। ক্যাটরিনা কাইফ এবং প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)