Katrina on 83 Film: 'এইট্টি থ্রি' দেখেই রণবীর-দীপিকাকে নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা!
দীপিকার সঙ্গে ক্যাটরিনার ঠান্ডা যুদ্ধের কথা অজানা নয় কারও। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুই অভিনেত্রীর মধ্যে চলা ঠান্ডা যুদ্ধের কথা শোনা যায়। এবার 'এইট্টি থ্রি' দেখে ক্যাটরিনা যা প্রতিক্রিয়া দিলেন
মুম্বই: বহু প্রতীক্ষিত ছবি ''এইট্টি থ্রি'' (83) মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতি চলার কারণে বন্ধ ছিল সিনেমাহল। ফলে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে চলচি বছর ২৪ ডিসেম্বর মুক্তি পায় কবীর খানের পরিচালিত 'এইট্টি থ্রি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) চরিত্রে। আবার কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস কালেকশন শুরুর দিকে ভালো হলেও, পরের দিকে কমতে শুরু করেছে। যার কারণ হিসেবে ফের করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তকে মনে করা হচ্ছে।
'এইট্টি থ্রি' মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন রণবীর সিংহ। ইন্ডাস্ট্রির লোকেদের বাইরে খেলার জগতের ব্যক্তিত্বরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। এবার 'এইট্টি থ্রি' দেখে প্রতিক্রিয়া দিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সদ্য কিছুদিন আগেই 'সর্দার উধম' তারকা ভিকি কৌশলকে (Vicky Kaushal) বিয়ে করেছেন তিনি। 'এইট্টি থ্রি' মুক্তি পেতেই তা দেখে ফেললেন। আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রতিক্রিয়াও জানালেন। যা নজর কেড়েছে নেট নাগরিকদের।
দীপিকা পাড়ুকোনের সঙ্গে ক্যাটরিনা কাইফের ঠান্ডা যুদ্ধের কথা অজানা নয় কারও। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুই অভিনেত্রীর মধ্যে চলা ঠান্ডা যুদ্ধের কথা শোনা যায়। এবার 'এইট্টি থ্রি' দেখে ক্যাটরিনা যা প্রতিক্রিয়া দিলেন, তাতে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। দুটি ছবিই 'এইট্টি থ্রি'র পোস্টার। সঙ্গে ছবি দেখে তাঁর কেমন লাগল, তার প্রতিক্রিয়া দিয়েছেন। ক্যাটরিনা লিখেছেন, 'ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা এই ছবিটার জন্য। গোটা টিম কী অসাধারণ কাজ করেছে। অসাধারণ অনুভূতি হচ্ছে। সাজিদ নাদিয়াদওয়ালা, রিলায়েন্স ইন্টারটেনমেন্ট, দীপিকা পাড়ুকোন, কবীর খান, তোমরা প্রত্যেকে সেরা পারফর্ম করেছো। এককথায় অনবদ্য। অন্য মাত্রার ছবি এটা।'
আরও পড়ুন - Anushka Sharma Upcoming Film: বিগ বাজেট ছবি দিয়ে কামব্যাক, ওটিটিতেও আত্মপ্রকাশ অনুষ্কার
গোটা 'এইট্টি থ্রি' টিমকে অভিনন্দন জানানোর সঙ্গে ক্যাটরিনা কাইফ ভুলে যাননি রণবীর সিংহের প্রশংসা করতে। 'টাইগার থ্রি' অভিনেত্রী রণবীর সিংহের উদ্দেশে লেখেন, 'প্রতিটা পদক্ষেপে তুমি অসাধারণ। অসাধারণ। আর অসাধারণ।' ক্যাটরিনা কাইফের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে অভিভূত রণবীর পাল্টা উত্তরে লেখেন, 'ধন্যবাদ প্রিয় ক্যাট।'
প্রসঙ্গত, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে। যদিও এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। রণবীর সিংহকে দেখা যায় একটি ক্যামিও চরিত্রে।