Met Gala 2024: 'মেট গালা ২০২৪' রেড কার্পেটে 'লাপতা লেডিজ'-এর ফুলও? সরল সাজে বুঁদ নেটিজেনরা, ভাইরাল ছবি! সত্যিটা কী?
'Laapataa Ladies' Actress: সোমবার সন্ধ্যায় আমির খানের প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা দেখা যায় 'সময়ের বাগান' আলো করে দাঁড়িয়ে 'ফুল'।
নয়াদিল্লি: 'মেট গালা ২০২৪'-এর (Met Gala 2024) রেড কার্পেটে হাঁটলেন 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) খ্যাত নিতাংশি গোয়েল (Nitanshi Goel)। অবাক হলেন? বিশ্বাস না হলে ঘুরে আসতে পারেন 'আমির খান প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া পেজ! ১৬ বছরের অভিনেত্রীকে দেখা যাবে রেড কার্পেটে, এক্কেবারে ফুল কুমারীর লুকেই। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফটোশপ!
'মেট গালা'য় ডেবিউ করলেন 'লাপতা লেডিজ' ছবির ফুলও?
সোমবার সন্ধ্যায় আমির খানের প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ফটোশপ করা ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা দেখা যায় 'সময়ের বাগান' আলো করে দাঁড়িয়ে 'ফুল'। 'মেট গালা ২০২৪'-এর থিম ছিল 'গার্ডেন অফ টাইম'। সেই গার্ডেনে উপস্থিত হয় ফুল কুমারী। যে বিয়ের লাল শাড়ি পরে নিতাংশিকে সিনেমায় দেখা যায়, রেড কার্পেটেও সেই লাল শাড়ি, সেই মেরুন শালে মাথা ঢেকে দেখা গেল তাঁকে। সঙ্গে কপালে টিপ। আর যেটা সবচেয়ে বেশি নজর কাড়া, ফুলের মুখে নিষ্পাপ ফুলের মতো হাসি। এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'আমাদের ফুল ফুটছে সময়ের বাগিচায় (garden of time)।' নিজের প্রোফাইলে এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে নিতাংশিও লেখেন, 'মেট গালা ২০২৪'। নেটদুনিয়া দু'বাহু ছড়িয়ে তাঁর এই ডেবিউ গ্রহণ করেছে।
View this post on Instagram
'লাপতা লেডিজ' ছবির অন্যতম প্রধান চরিত্র ফুল কুমারী। যিনি বিয়ের পর বরের হাত ধরে শ্বশুরবাড়ির পথে পাড়ি দিয়ে, হারিয়ে যান স্টেশনে। জানেন ফুলের চরিত্রে অভিনয় করা নিতাংশির বয়স মাত্র ১৬। তবে এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত খ্যাত তিনি। তাঁর দুর্দান্ত, পরিমিত, যথাযথ অভিনয় দাগ কেটেছে মানুষের মনে। সেই সঙ্গে তাঁর চোখের সারল্য, যার প্রভাব থাকবে বহুদিন। নয়ডায় জন্ম নিতাংশির। অনেক ছোট বয়সেই গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন তিনি। ২০১৫ সালে 'মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন' খেতাব জেতেন তিনি। সেই থেকে একাধিক ফ্যাশন শোয়ে মডেলিং করেছেন তিনি। একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও অংশ তিনি। মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। 'নাগার্জুনা: এক যোদ্ধা', 'কর্মফল দাতা শনি', 'ইশকবাজ', 'দয়া', 'পেশওয়া বাজিরাও' ইত্যাদিক একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশন ধারাবাহিক ছাড়াও 'এস এস ধোনি: দ্য আনটোল্ট স্টোরি', 'ইন্দু সরকার', 'হুরদং'-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। এছাড়া সর্বশেষ তাঁকে 'লাপতা লেডিজ'-এ মুখ্য চরিত্রে দেখা যায়।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।