Alia Bhatt: 'কখনও রোগা হব না'... শরীর নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন আলিয়া ভট্ট
Alia Bhatt on Body Image: আলিয়া ভট্ট বলেছিলেন, একটা সময়ে তিনি তাঁর শরীরের গঠন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। একটা সময়ে মোটেই এমন তন্বী ছিলেন না আলিয়া ভট্ট।
কলকাতা: এখন তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। কিন্তু কেরিয়ারের একেবারে প্রথম থেকেই এইরকম ফিট ছিলেন না তিনি। যাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল কর্ণ জোহরের (Karan Johar) 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of the Year)-এর হাত ধরে.. তিনি এত আত্মবিশ্বাসী ছিলেন না নিজেকে নিয়ে। একটা সময় এমন ছিল, যখন নিজের শরীর নিয়ে ভীষণ চিন্তা করতেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। মনে করতেন, অল্প বয়সে তাঁর ওজন বেশি মানেই তিনি আর কখনও ওজন কমাতে পারবেন না। কড়া ডায়েটে থাকতেন আলিয়া। তবে তাঁর এই ধারণা বদলে গিয়েছিল কেরিয়ারের পরবর্তী সময়ে এসে। সেই গল্পই সদ্য একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন আলিয়া ভট্ট।
আলিয়া ভট্ট বলেছিলেন, একটা সময়ে তিনি তাঁর শরীরের গঠন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। একটা সময়ে মোটেই এমন তন্বী ছিলেন না আলিয়া ভট্ট। তাঁর মনে হত, ছোটবেলায় তাঁর ওজন বেশি মানে তিনি চিরকালই এমন বেশি ওজনের থাকবেন। তাঁর রোগা হওয়া হবে না। যে সময়ে তাঁর সিনেমায় কাজ করার মতো পরিস্থিতি তৈরি হয়.. কড়া ডায়েট করতে থাকেন আলিয়া। ওজন কমানো নিয়ে নিয়ে সেই সময়ে ভীষণ তৎপর ছিলেন তিনি। তবে সেই সময়ে আলিয়াকে একটি কথা বলেছিলেন তাঁরই এক বন্ধু।
আলিয়ার কথায়, 'আমার এক বন্ধু আমায় বলেছিল, ডায়েট করতে গিয়ে আমি যেন বাঁচতে না ভুলে যাই। একটু যেন খাওয়া-দাওয়া করি। একটু শান্ত হই.. একটু যেন জীবনকে উপভোগ করি।' আলিয়া হয়তো সেই সময়ে এই কথাটির উপলদ্ধি করতে পারেননি। তবে যখন আলিয়া মা হবেন, সেই সফরে তাঁর যেন এই কথা গুলোই মনে হয়েছিল। আলিয়ার কথায়, 'মা হওয়ার সময় আমি আমার শরীরকে সম্মান করতে শিখি। সেই সময়ে আলিয়া বোঝেন, শরীর যেমনই হোক না কেন.. তাতে লজ্জার কিছুই নেই। প্রসঙ্গত, আগামীতে 'জিগরা' ছবিতে দেখা যাবে আলিয়াকে।
Swastika on Srijit: আমার মাতৃসত্তাটা খুব কাছ থেকে দেখেছে সৃজিত, তাই ভেবেছে আমিই সঠিক ইরা : স্বস্তিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।