Alia Bhatt: মাতৃত্বের স্বাদ উপভোগ! মা হওয়ার পর প্রথম পোস্ট আলিয়া ভট্টের
Ranbir - Alia Baby: এবার মা হওয়ার পর প্রথম পোস্ট করলেন আলিয়া। তাঁর পোস্টে স্পষ্ট মাতৃত্ব উপভোগের আভাস।
মুম্বই: প্রায় ১০ দিন হতে চলল মা হয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে বাড়ি গিয়েছেন। বর্তমানে সন্তানকেই সমস্ত সময়টা দিচ্ছেন অভিনেত্রী। মা হওয়ার সুখবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। আর এবার মা হওয়ার পর প্রথম পোস্ট করলেন আলিয়া। তাঁর পোস্টে স্পষ্ট মাতৃত্ব উপভোগের আভাস।
মাতৃত্ব উপভোগ করছেন আলিয়া ভট্ট, সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট আভাস-
এদিন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁর মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাঁর হাতে একটি কফি মগ রয়েছে। যাতে লেখা রয়েছে 'মা'। ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, 'এটাই আমি'। অভিনেত্রীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। বেশিরভাগ অনুরাগীই তাঁকে তাঁর সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ করেছেন।
আরও পড়ুন - Mithun Chakraborty: কতদিন ফুটপাথে কেটেছে, কখন খেতে পাবো জানতাম না: মিঠুন চক্রবর্তী
প্রসঙ্গত, চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের কাছে। কেরিয়ারের দিক থেকে এবং একইসঙ্গে ব্যক্তিগত দিক থেকেও। কেরিয়ারের দিক থেকে চলতি বছরটা আলিয়া ভট্টের জন্য যথেষ্ট ভালো। এই বছর মুক্তি পাওয়া তাঁর সমস্ত ছবিই সাফল্য পেয়েছে। রণবীর কপূরও দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছর পর্দায় ফিরেছেন। তাঁর অভিনীত 'শামশেরা' বক্স অফিসে সাফল্য না পেলেও 'ব্রহ্মাস্ত্র' সব রেকর্ড ভেঙে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও তাঁদের এই বছরটা একটু বেশিই স্পেশাল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা চলতি বছর এপ্রিলে বিয়ে সেরেছেন। আর চলতি বছরই এসেছে তাঁদের সন্তান। গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, কপূর ও ভট্ট পরিবারের সদস্যরা কেউই চাইছেন না পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হোক রণবীর - আলিয়ার সন্তান। তাই বন্ধু বান্ধব থেকে কাউকেই খুদে রাজকন্যার ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না তাঁরা। শোনা যাচ্ছে, কোনওভাবে যাবে ছবি বাইরে ফাঁস না হয়ে যায়, তার জন্য এখনই কারও অনুমতি নেই আসার। তাঁরা চাইছেন না যে, কোনওদিন সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখবেন যে, তাঁদের সন্তানের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।