Mithun Chakraborty: কতদিন ফুটপাথে কেটেছে, কখন খেতে পাবো জানতাম না: মিঠুন চক্রবর্তী
কেরিয়ারের স্ট্রাগলের দিনগুলির স্মৃতিচারণা করলেন সকলের প্রিয় মিঠুন দা। এমন কিছু অভিজ্ঞতার কথা জানালেন, যা জেনে অবাক হচ্ছেন তাঁর অনুরাগীরা।
মুম্বই: দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রুপোলি পর্দার জার্নি খুব সহজ ছিল না। তাঁকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাংলা তথা বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠার জন্য পরিশ্রম করতে হয়েছে অনেক। কারণ, তিনি সোনার চামম মুখে দিয়ে জন্মাননি। কেরিয়ারের স্ট্রাগলের দিনগুলির স্মৃতিচারণা করলেন সকলের প্রিয় মিঠুন দা। এমন কিছু অভিজ্ঞতার কথা জানালেন, যা জেনে অবাক হচ্ছেন তাঁর অনুরাগীরা।
কেমন ছিল মিঠুন চক্রবর্তীর স্ট্রাগলের দিনগুলি?
মিঠুন চক্রবর্তীকে সম্প্রতি দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় একটি গানের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে। সেখানেই নিজের স্ট্রাগলের দিনগুলির স্মৃতিচারণা করেন তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি আমার জীবনে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কখনও চাইব না কেউ তেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। আমার গায়ের রঙের জন্য সবসময় আমাকে নানা অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়কে হয়েছে। আমি এমনও দিন কাটিয়েছি, যখন আমাকে খালি পেটে ঘুমিয়ে পড়তে হয়েছে। ঘুমনোর সময় কতদিন একা একা কেঁদেছি। এমনকি এমন কতদিন গিয়েছে, যখন আমি জানতাম না যে, পরবর্তীতে আবার কখন আমার খাওয়া জুটবে। দিনের পর দিন ফুটপাথে শুয়ে কাটিয়েছি।'
আরও পড়ুন - Adnan Sami: 'সত্য ফাঁস করে দেব'! পাকিস্তান সরকারকে নিয়ে বিস্ফোরক আদনান সামি
অনেক সময়ই মিঠুন চক্রবর্তীর বায়োপিক তৈরি নিয়ে কথা হয়। কিন্তু অভিনেতা চান না যে, তাঁর জীবন নিয়ে কোনও ছবি তৈরি হোক। কারণ, তিনি মনে করেন, তাঁর জীবনের গল্প প্রেরণা দেবে না, বরং, মনে কষ্ট দেবে। মিঠুন চক্রবর্তী বলেন, 'আর এটাই আমার একমাত্র কারণ যে আমি চাই না আমার বায়োপিক তৈরি হোক। আমার মনে হয় না আমার জীবনের গল্প কাউকে প্রেরণা দেবে না। বরং, মানসিক দিক থেকে দুর্বল করে দেবে। আমি যদি এই পরিশ্রমটা করতে পারি, তাহলে যে কেউ করতে পারবে। এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে আমি অনেক লড়াই করেছি।'
বাংলার সঙ্গে হিন্দিতে সমান তালে অভিনয় করে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আজকের দিনেও নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি অভিনয় করছেন। তাঁকে দেখা যাচ্ছে একাধিক হিট ছবিতে। কিছুদিন আগেই মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। সেই ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় নজর কাড়ে। অভিনেতাকে শীঘ্রই দেখা যেতে চলেছে পদ্মিনী কোলাপুরির সঙ্গে। সেলিব্রেটিং ডিস্কো কিং-এর স্পেশাল এপিসোডে দেখা যাবে তাঁকে। এছাড়াও বাংলায় বেশ কয়েকটি ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতাকে। টলিউড তারকা দেবের সঙ্গে প্রজাপতি ছবিতে অভিনয় করছেন তিনি।