এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় দত্তকে ‘বাবা’ হিসেবে চান না আলিয়া!
মুম্বই: সঞ্জয় দত্তের কামব্যাক ছবি ‘ভূমি’-র অফার ফিরিয়ে দিলেন আলিয়া ভট্ট। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবিটি তৈরি করছেন ‘মেরি কম’-এর পরিচালক উমাঙ্গ কুমার। বাবার ভূমিকায় থাকবেন সঞ্জয়, মেয়ের চরিত্রটি তিনি দিতে চেয়েছিলেন আলিয়াকে। এ নিয়ে মহেশ ভট্ট কন্যার সঙ্গে কথাও বলেন। কিন্তু পত্রপাঠ প্রস্তাব ফিরিয়ে দেন আলিয়া।
দীর্ঘদিন সঞ্জুবাবাকে দেখেনি বড় পর্দা। জেল মুক্তির পর বহু পরিচালকের সঙ্গে তাঁর নানা প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। কিন্তু শেষমেষ তিনি আগ্রহ দেখান উমাঙ্গ কুমারের ‘ভূমি’ নিয়ে। এই মুহূর্তে উঠতি নায়িকাদের দৌড়ে সকলের আগে আলিয়া। তাই স্বাভাবিকভাবেই সঞ্জয় চেয়েছিলেন, তিনিই ছবিতে তাঁর মেয়ে হোন। কিন্তু বৃহস্পতি আপাতত তুঙ্গে থাকা আলিয়া তা প্রত্যাখ্যান করেছেন।
ধর্মা প্রোডাকশনের একের পর এক ছবি করে চলেছেন আলিয়া। তাই সঞ্জয় প্রথমে কথা বলেন তাঁর গডফাদার কর্ণ জোহরের সঙ্গে। কিন্তু কর্ণের অনুরোধেও বরফ গলেনি।
এরপর নাকি সঞ্জয় আলিয়ার বাবা মহেশ ভট্টকে মেয়েকে বোঝানোর অনুরোধ করেন। কিন্তু আলিয়া গোঁ ধরে থাকেন, কোনওমতেই তিনি ছবিটি করবেন না।
এখন দেখার, কোন নায়িকাকে মেয়ে হিসেবে বেছে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটান সঞ্জয়!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement