Allu Arjun: একটি ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক! অ্যাটলির ছবিতে অভিনয়ের জন্য কত টাকা নিচ্ছেন অল্লু অর্জুন?
Allu Arjun News: এর আগে শেষবার অল্লু অর্জুনকে দেখা গিয়েছিল 'পুষ্পা ২' ছবিতে।

কলকাতা: তিনি দক্ষিণের অন্যতম বড় তারকা। দীর্ঘদিন থেকেই তাঁর কাজ হওয়ার কথা ছিল দক্ষিণেরই অন্যতম বড় পরিচালক অ্যাটলির সঙ্গে। শোনা যাচ্ছে, অবেশেষে নাকি সেই প্রোজেক্টটির কথা এগিয়েছে। এবার অ্যাটলির পরিচালনায় পর্দায় আসতে চলেছেন অল্লু অর্জুন (Allu Arjun)। এই ছবিটি একটি 'প্যারালাল ইউনিভার্স' হতে চলেছে। আগামী ২ মাসের মধ্যেই নাকি শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। প্রায় হয়ে গিয়েছে কাস্ট আর ক্রু বাছার কাজ। আর শোনা যাচ্ছে, এই ছবিটির জন্য নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক নিতে চলেছেন অল্লু অর্জুন। যদি তিনি এই পারিশ্রমিক পান, তাহলে তিনিই হবেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। কিন্তু সেই অঙ্কটা কত?
সূত্রের খবর, অল্লু অর্জুন এই ছবিটির জন্য নাকি ১৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন। এটিই হতে চলেছে তাঁর এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ছবি। তবে কেবল নিজের রেকর্জ যে নিজেই ভাঙছেন, তা নয়। অল্লু অর্জুন ভেঙে দিতে চলেছেন গোটা ভারতের রেকর্ড। এর আগে কখনও কেউ এত পারিশ্রমিক পাননি। এর আগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি কল্কি ছবিটির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২০ কোটি টাকা। অন্যদিকে প্রিয়ঙ্কা চোপড়া তাঁর একটি বিদেশি কাজের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৩০ কোটি টাকা। তবে এ তো নায়িকাদের রেকর্ড। সমস্ত নায়কদের রেকর্ডকেও টপকে গিয়েছেন অল্লু।
এর আগে শেষবার অল্লু অর্জুনকে দেখা গিয়েছিল 'পুষ্পা ২' ছবিতে। সেই ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল বললেও কম বলা হবে। এরপরে অল্লুকে দেখা যেতে চলেছে অ্যাটলির ছবিতে। আরও জানা গিয়েছে, এই ছবি লভ্যাংশেরও ১৫ শতাংশ নেবেন অল্লু। গোটা ছবিটিতেই রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য ও মশালা সিনেমা।
এর আগে 'পুষ্পা ২' ছবির প্রচারের সময় ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার জন্য আইনি জটে জড়িয়েছিলেন অল্লু অর্জুন। এই মামলায় জেলে একটা রাত পর্যন্ত কাটাতে হয়েছিল তাঁকে। জামিন হয়ে যাওয়ার পরেও রাত হয়ে যাওয়ায় তাঁকে জেল থেকে ছাড়া হয়নি। সেই কারণেই জেলে একটা রাত কাটাতে হয়েছিল তাঁকে। প্রচারের সময় ভিড়ের চাপে এক মহিলার মৃত্যু ও এক শিশুর গুরুতর ভাবে আহত হওয়ার কারণই ছিল এই ঘটনায় সূত্রপাত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
