Allu Arjun: নতুন বছরে নিজেকে বদলে ফেলতে চান অল্লু অর্জুন! কোন জিনিসকে বিদায় জানাচ্ছেন তিনি?
Allu Arjun News: আপাতত বাড়ির বাইরেই রয়েছেন অল্লু অর্জুনের পুত্র ও কন্যারা। বাড়িতে হামলা হওয়ার পরে তাঁদের সেফ হাউজে পাঠিয়ে দিয়েছেন অল্লু
কলকাতা: নতুন বছর মানেই তো নতুন কিছু শুরু করা। নতুন কিছু শুরু করবেন অল্লু অর্জুন (Allu Arjun)-ও। তবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বছরের শেষে নয়, ডিসেম্বরের একেবারে শুরুতে। নতুন ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) মুক্তির পরেই। কী সেই সিদ্ধান্ত? অল্লু অর্জুন নাকি ছবির কারণেই দীর্ঘদিন ধরে দাড়ি রাখছিলেন। গত পাঁচ বছর থেকে কার্যত একটি লুকে ছিলেন অল্লু অর্জুন। আর ছবি মুক্তির পরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই লম্বা দাড়ি গোঁফ তিনি কেটে ফেলবেন। তার কারণ হিসেবে অল্লু অর্জুন দেখিয়েছিলেন, তাঁর মেয়ে আরহার নাকি একেবারেই অপছন্দ এই দাড়ি গোঁফ। সেই কারণেই মেয়ে আরহা তার কাছে ঘেঁষছে না অনেকদিন ধরেই। আর সেই কারণেই অল্লু অর্জুন দাড়ি-গোঁফ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই তাঁর এই বছরের নতুন রেজোলিউশন বলাই চলে।
প্রসঙ্গত, আপাতত বাড়ির বাইরেই রয়েছেন অল্লু অর্জুনের পুত্র ও কন্যারা। বাড়িতে হামলা হওয়ার পরে তাঁদের সেফ হাউজে পাঠিয়ে দিয়েছেন অল্লু। কেন তাঁর বাড়িতে হামলা হয়েছিল? হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' মুক্তির আগে একটি প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রচুর মানুষ হাজির ছিলেন। আর সেখানেই ঘটে যায় একটি দুর্ঘটনা। হঠাৎ করেই সন্ধ্যা থিয়েটারে এসে পৌঁছন অল্লু অর্জুন খোদ। অভিনেতাকে একবার কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আর সেই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। মহিলার নাম ছিল রেবতী। সঙ্গে থাকা ৯ বছরের সন্তানও গুরুতর আহত হয়। বর্তমানে সে ভর্তি রয়েছে হাসপাতালে।
এই ঘটনায় ক্ষোভ তৈরি হয় জনগণের। এই ঘটনার পরে গ্রেফতর পর্যন্ত করা হয়েছিল অভিনেতাকে। অভিযোগ, তিনি পুলিশের বারণ না শুনে হাজির হয়েছিলেন এই থিয়েটারে। আর তার ফলেই ঘটে যায় ওই পদপিষ্ট হওযার মতো পরিস্থিতি। এক রাত জেলে পর্যন্ত থাকতে হয় অল্লু অর্জুনকে। এরপরে অল্লুকে পুলিশ তলব করে। ২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়। আর এই ঘটনার পরেই অল্লু অর্জুনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরই অনুরাগীদের একাংশ। তাঁর বাড়ির সামনে গিয়ে ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় বাড়ির বাইরে থাকা ফুলের টব, ছোঁড়া হয় পাথরও। আর এই ঘটনার পরেই, ছেলে ও মেয়েদের দাদু দিদার বাড়ি পাঠিয়ে দেন অল্লু অর্জুন।
আরও পড়ুন: Mithun Chakraborty: মিঠুনের সঙ্গে দীর্ঘ প্রেম, বিচ্ছেদের পরে নিজেকে সামলাতে পারেননি এই নায়িকা!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।