David Warner Pushpa Dance: 'পুষ্পা'র গানে পা মেলালেন ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার, কী প্রতিক্রিয়া অল্লু অর্জুনের?
David Warner Pushpa Dance: 'পুষ্পা:দ্য রাইস' ছবির গানগুলি বেশ সাড়া ফেলেছে ইন্টারনেটে। সঙ্গীত পরিচালনা দেবী শ্রী প্রসাদের। 'শ্রীভল্লি' ছাড়াও 'সামি সামি', 'উ অন্তবাঁ' সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।
নয়াদিল্লি: এই প্রথম নয়। এর আগেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (Australian cricketer David Warner) দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবির গানে নাচ করেছেন। 'হুক স্টেপ' (Hook Step) যাকে বলে। সেই ধারা বজায় রেখেই এবার পা মেলালেন অল্লু অর্জুনের (Allu Arjun) সাম্প্রতিক গান 'শ্রীভল্লি'-তে (Srivalli)। 'পুষ্পা: দ্য রাইস' (Pushpa: The Rise) ছবির এই প্রেমের গান ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে ইন্টারনেটে।
অল্লু অর্জুনও একটি বিশেষ ইমোজি শেয়ার করে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রশংসা করেছেন খেলোয়াড়ের। ডেভিড ওয়ার্নার প্রায়ই ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানে নাচ করেন। অল্লু অর্জুনের কাজগুলি প্রায়শই তাঁর টাইমলাইনে দেখা যায়। তাঁর এই পারফর্ম্যান্সে একাধিক ইমোজি দিয়ে প্রশংসা করেছে অল্লু।
View this post on Instagram
'পুষ্পা: দ্য রাইস' ছবির গানগুলি বেশ সাড়া ফেলেছে ইন্টারনেটে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। ছবির 'শ্রীভল্লি' ছাড়াও 'সামি সামি', 'উ অন্তবাঁ' এখন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুন: RRR Release Date: ঘোষণা করা হল 'আর আর আর' ছবি মুক্তির নতুন তারিখ
দুই পর্বের ক্রাইম ড্রামার প্রথম অংশটি ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সারা দেশের বক্স অফিসে ব্যাপক হিট হয়। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দান্না। বক্স অফিসে 'পুষ্পা' ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। ছবির দ্বিতীয় অংশ 'পুষ্পা: দ্য রুল', এই বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা।