RRR Release Date: ঘোষণা করা হল 'আর আর আর' ছবি মুক্তির নতুন তারিখ
RRR Release Date: প্রযোজকদের তরফে জানানো হয়েছে, 'দেশের অতিমারীর পরিস্থিতির যদি উন্নতি হয় এবং প্রত্যেকটি সিনেমা হল যদি সম্পূর্ণ দর্শকাসন নিয়ে খুলে দেওয়া হয় তাহলে আমরা ১৮ মার্চ ছবি রিলিজ করতে তৈরি।'
নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত দক্ষিণী ছবি 'আর আর আর'-এর (RRR) মুক্তির তারিখ ঘোষণা করা হল। করোনার বাড়বাড়ন্তে স্থগিত করে দেওয়া ছবি মুক্তি। তবে শুক্রবার ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ট্যুইট করে জানিয়েছেন ছবির মুক্তির নতুন দুটি তারিখ।
শুক্রবার তরণ আদর্শ ট্যুইটের মাধ্যমে সুখবর দেন। তিনি লেখেন, "আর আর আর" ছবির মুক্তির তারিখ: প্রযোজকদের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি... ১৮ মার্চ বা ২৮ এপ্রিল... টিমের তরফে দুটি তারিখ ঠিক করা হয়েছে...'
#BreakingNews... 'RRR' RELEASE DATE: OFFICIAL STATEMENT FROM PRODUCERS... 18 March or 28 April... Two dates blocked by the team... Read on... pic.twitter.com/Dgew09PIyP
— taran adarsh (@taran_adarsh) January 21, 2022
ছবির প্রযোজকদের তরফে পোস্ট করে জানানো হয়েছে, 'দেশের অতিমারীর পরিস্থিতির যদি উন্নতি হয় এবং প্রত্যেকটি সিনেমা হল যদি সম্পূর্ণ দর্শকাসন নিয়ে খুলে দেওয়া হয় তাহলে আমরা ১৮ মার্চ ছবি রিলিজ করতে তৈরি। নয়তো "আর আর আর" মুক্তি পাবে ২৮ এপ্রিল, ২০২২-এ।'
আরও পড়ুন: Sushant Singh Rajput: কোন দেশে স্বপ্নের বাড়ি বানাতে চেয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত?
করোনা পরিস্থিতির ফের বৃদ্ধি ঘটায় দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল সম্পূর্ণ বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার ঘোষণা হয়েছে। একদিকে যেমন দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তেমনই পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার নির্দেশ জারি হয়েছে। এমন পরিস্থিতিতে বলিউডের বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে শাহিদ কপূরের 'জার্সি' ছবির মুক্তি। স্থগিত হয়েছে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আরআরআর'-এর মুক্তি। এনটিআর জুনিয়র, রাম চরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত 'আরআরআর' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিতের ঘোষণা করেন নির্মাতারা।