এক্সপ্লোর
Advertisement
দীপাবলি উপলক্ষ্যে ভারতীয়দের উপহার মার্কিন গায়িকার
দীপাবলিতে ভারতের বহু ঘরে শোনা যায় ‘ওম জয় জগদীশ হরে’ স্তবটি। সেই স্তবই নিজের গলায় গেলে ভারতীয়দের জন্য দীপাবলির উপহার হিসেবে সামনে এনেছেন মার্কিন গায়িকা মেরি মিলবেন।
নিউইয়র্ক: অনভ্যস্ত গলায় আবেগ মিশ্রিত উপহার। দীপাবলিতে ভারতের বহু ঘরে শোনা যায় ‘ওম জয় জগদীশ হরে’ স্তবটি। সেই স্তবই নিজের গলায় গেলে ভারতীয়দের জন্য দীপাবলির উপহার হিসেবে সামনে এনেছেন মার্কিন গায়িকা মেরি মিলবেন।
এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় যে গান পোস্ট করে মেরি লিখেছেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত একটা যোগাযোগ পাই এই স্তবটা শুনে। প্রার্থনা থেকে উৎসবের আবহ, সবতেই এই স্তবটা আওড়ান বিশ্বজুড়ে থাকা ভারতীয়রা। তাই হিন্দি স্তবটি গাওয়ার চেষ্টা করেছি।
কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড ও গ্র্যামি মনোনয়ন প্রাপ্ত ডেরিল বেনেট সুর দিয়েছেন মেরির এই ওম জয় জগদীশ হরে স্তবটিতে। সেডোনার দ্য চ্যাপেল অফ দ্য হলি ক্রসে শ্যুট করা হয়েছে গানের ভিডিওটি। আফ্রিকান আমেরিকান গায়িকা মেরি চলতি বছরে স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে প্রথমবার পরিচিত হয়েছিল ভারতীয়দের সঙ্গে।
ভারতীয়দের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেটাই তাঁকে দীপাবলির আগে তাদের উপহার দেওয়ার ভাবনা এনে দেয় বলেই জানিয়েছেন মেরি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়েছে মেরির গানটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement