Amir Khan and Kiran Rao: 'আমাদের ছেড়ে চলে যেতে চাইছ!' আমির খানের এই সিদ্ধান্ত শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিরণ রাও
Amir Khan and Kiran Rao: আমির বলেন যে সেইদিন নাকি কিরণ রাও শিশুর মতোই কেঁদেছিল। আমিরের ইচ্ছা ছিল তিনি ছবি তৈরি থেকে সরে দাঁড়াবেন এবং বাকিরা তাঁর সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন
কলকাতা: তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ২০২১ সালেই। যদিও তারপরেও তাঁদের মধ্যে বজায় ছিল সুস্থ কাজের সম্পর্ক। কিন্তু একটা সময় ছিল, যখন আমির খানের (Amir Khan) একটি কথায় কেঁদে ভাসিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। কি সেই কথা? বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত? নাহ্.. বিবাহবিচ্ছেদ নয়, আমির খানের জীবনের অন্য আরেক সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি কিরণ রাও।
সদ্য রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)-র পডকাস্ট শো-তে অতিথি হয়ে এসেছিলেন আমির খান। আর সেখানেই তিনি বলে গেলেন কতই না অজানা গল্প। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল, অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির খান। সেই কথা সবাইকে জানাতেই প্রথমে বাধা দিয়েছিলেন আমির খানের পুত্র। তিনি বলেছিলেন যে আমির ৩০ বছর ধরে ছবি তৈরির কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সেই জায়গা থেকে ছবি বানানো ছেড়ে দিয়ে কীভাবে থাকবেন তিনি?
এরপরে আমি তাঁর প্রযোজনা সংস্থার সবাইকে ডেকেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কিরণও। আমি তাঁর সিদ্ধান্তের কথা জানাতেই সকলে গুরুতর আপত্তি জানান। সবটা শুনে কিরণের চোখে জল। কিরণ বলেছিলেন, 'তুমি কি আমাদের থেকে চলে যেতে চাইছ? কেন বুঝতে পারছো না তুমি তৈরিই হয়েছো ছবির জগতে থাকার জন্য। তুমি ছবির কাজ ছেড়ে দিতে চাইছো অর্থাৎ তুমি তো জীবন থেকেই মুক্তি নিয়ে নিতে চাইছো। তোমার এই পৃথিবীটার অংশ আমরাও। তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ!'
আমির বলেন যে সেইদিন নাকি কিরণ রাও শিশুর মতোই কেঁদেছিল। আমিরের ইচ্ছা ছিল তিনি ছবি তৈরি থেকে সরে দাঁড়াবেন এবং বাকিরা তাঁর সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। তবে পরবর্তীকালে আমির উপলদ্বি করেন তাঁর এই সিদ্ধান্ত ভুল ছিল। আর সেই কারণেই আবার নতুন ছবি, নতুন কাজ নিয়ে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে আমির খান ব্যস্ত তাঁক আগামী ছবি 'সিতারে জমিন পর' নিয়ে। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা (Genelia D Suza) -কে।
আরও পড়ুন: Amir Khan: ৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে আমির খান? চলছে পাত্রীর খোঁজ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।