Amir Khan: ৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে আমির খান? চলছে পাত্রীর খোঁজ?
Amir Khan News: সদ্য রিয়া চক্রবর্তীর শো-তে অতিথি হিসেবে হাজির ছিলেন আমির খান। তাঁর ব্যক্তিগত জীবন অবশ্য খোলা খাতার মতোই
![Amir Khan: ৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে আমির খান? চলছে পাত্রীর খোঁজ? Is Amir Khan is going to get married again Rhea Chakraborty show reveled the truth Entertainment News ABP Amir Khan: ৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে আমির খান? চলছে পাত্রীর খোঁজ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/26/e02d0f01ccb46853ca9fca74c43ed416172468399550949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান (Amir Khan)? ৫৯ বছর বয়সে নাকি শুরু হতে চলেছে তাঁর জীবনের নতুন ইনিংস? সদ্য রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)-র পডকাস্ট শো-তে এসে কি সেই ইঙ্গিতই দিলেন 'মিস্টার পারফেরশানিস্ট'? নাকি গোটা বিষয়টাই নিছক মজা?
সদ্য রিয়া চক্রবর্তীর শো-তে অতিথি হিসেবে হাজির ছিলেন আমির খান। তাঁর ব্যক্তিগত জীবন অবশ্য খোলা খাতার মতোই। ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। রিনা ও আমিরেক এক ছেলে এক মেয়ে। ছেলে জুনেইদ আর মেয়ে ইরা মায়ের সঙ্গে থাকলেও, আমিরের সঙ্গে তাঁদের যথেষ্ট ভাল সম্পর্ক। তবে ২০০২ সালে এই বিয়েতে ইতি টানেন আমির ও রিনা। একপরে সহ পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান। তাঁকে বিয়েও করেন। ২০১১ সালে তাঁদের পরিবারে আসে এক পুত্র সন্তান। তবে ২০২১ সালে আমির ও কিরণ একসঙ্গেই এই বিয়েরও ইতি ঘোষণা করেন। যদিও এরপরেও আমির আর কিরণের কাজের সুস্থ সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরে বিভিন্ন মহলে একটাই প্রশ্ন, ফের কি নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খান? আবার কি বিয়ে করতে চলেছেন তিনি? সেই প্রশ্নের জের এসে পৌঁছল রিয়ার শো পর্যন্ত। রিয়া আমিরকে এই একই প্রশ্ন করে বসেন নিজের শো তে।
রিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত হেসে ফেলেন আমির খান। তিনি জানান, তাঁর বয়স এখন ৫৯। এই বয়সে নতুন করে সব কিছু শুরু কর সম্ভব হবে কি না তা তিনি অবশ্যই নিশ্চিত নন। পাশাপাশি তিনি এও জানান যে এখন বিয়ে করলে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। আমিরের মতে বর্তমানে তাঁর জীবনে প্রচুর সম্পর্ক রয়েছে। তিনি ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন। পাশাপাশি কাজ তো রয়েছেই। সব মিলিয়ে আমির একজন ভাল মানুষ হতে চান।
রিয়া এর পরে মজা করে বলেন যে তিনি এমন বিবৃতি জারি করবেন কি না যে আমির খান তাঁর বিয়ের জন্য পাত্র খুঁজছেন? এর উত্তরে আমির হেসে তাঁকে বারণই করেন।
আরও পড়ুন: Sohini Sarkar: মা হব? এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না: সোহিনী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)