এক্সপ্লোর
বাবার লেখা বলে সোশ্যাল মিডিয়ায় প্রসূন জোশীর কবিতা পোস্ট! ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন
বাবার লেখা বলে সেন্সর বোর্ডের প্রধানের লেখা পোস্ট করে বিড়ম্বনার মুখে পড়লেন অমিতাভ।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতা পোস্ট করেন অমিতাভ বচ্চন। কিন্তু গতকাল রাতে তিনি ভুল করে বসেন। বাবার লেখা বলে প্রসূন জোশীর একটি কবিতা পোস্ট করে দেন তিনি। পরে অবশ্য ভুল বুঝতে পেরে আজ ক্ষমা চেয়েছেন তিনি।
CORRECTION : कल T 3617 pe जो कविता छपी थी , उसके लेखक , बाबूजी नहीं हैं । वो ग़लत था । उसकी रचना , कवि प्रसून जोशी ने की है ।
इसके लिए मैं क्षमा प्रार्थी हूँ । 🙏🙏
उनकी कविता ये है - pic.twitter.com/hZwgRq32U9
— Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2020
অমিতাভের বাবা নামী হিন্দি সাহিত্যিক ছিলেন। অমিতাভের ছবি ‘অগ্নিপথ’, ‘আলাপ’, ‘সিলসিলা’-য় হরিবংশের লেখা ব্যবহার করা হয়েছে। কিন্তু বাবার লেখা বলে সেন্সর বোর্ডের প্রধানের লেখা পোস্ট করে বিড়ম্বনার মুখে পড়লেন অমিতাভ। T 3817 -
'अकेलेपन का बल पहचान
शब्द कहाँ जो तुझको टोके
हाथ कहाँ जो तुझको रोके
राह वही है, दिशा वही है, तू करे जिधर प्रस्थान
अकेलेपन का बल पहचान ।
जब तू चाहे तब मुसकाए,
जब चाहे तब अश्रु बहाए,
राग वही तू जिसमें गाना चाहे अपना गान ।
अकेलेपन का बल पहचान ।'
~ hrb pic.twitter.com/GDIpfrpVtz
— Amitabh Bachchan (@SrBachchan) August 5, 2020
করোনা আক্রান্ত হয়ে ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। কয়েকদিন আগে তিনি ছাড়া পেয়েছেন। অভিষেক অবশ্য এখনও হাসপাতালে ভর্তি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















