Amitabh Bachchan: 'শাহেনশাহ'-তে ব্যবহৃত বহুপরিচিত জ্যাকেট বিশেষ মানুষকে উপহার হিসেবে পাঠালেন অমিতাভ
Amitabh Bachchan News: 'শাহেনশাহ'-তে অমিতাভ যে জ্যাকেটটি ব্যবহার করেছিলেন, তার বিশেষত্ব ছিল, জ্যাকেটের একটা হাতা ছিল স্টিলে মোড়া। কালো চামড়ার সেই জ্যাকেটটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেইসময়
কলকাতা: ১৯৮৮ সাল। পর্দায় রাজত্ব চালিয়েছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর ছবি 'শাহেনশাহ' (Shahenshah)। এই ছবিতে বিজয় কুমার শ্রীবাস্তব (Vijay Kumar Srivastava)-এর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর এই ছবিতেই ব্যবহৃত অমিতাভের বহুপরিচিত জ্যাকেটটি সম্প্রতি সৌদি আরবের এক বন্ধুকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন 'বিগ বি' (Big B)।
এই ছবিতে মীনাক্ষী সেসাদ্রী (Meenakshi Sheshadri), প্রাণ (Pran), অরুণা ইরানি (Aruna Irani), প্রেম চোপড়া (Prem Chopra), অমরীশ পুরী (Amrish Puri), কাদের খান (Kader Khan), সুপ্রিয়া পাঠক (Supriya Pathak), অবতার গিল (Avtar Gil)-রা অভিনয় করেছিলেন অমিতাভের সঙ্গে। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভকে।
'শাহেনশাহ'-তে অমিতাভ যে জ্যাকেটটি ব্যবহার করেছিলেন, তার বিশেষত্ব ছিল, জ্যাকেটের একটা হাতা ছিল স্টিলে মোড়া। কালো চামড়ার সেই জ্যাকেটটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেইসময়। সোশ্যাল মিডিয়ায় অমিতাভের শেরশাহের ছবি ব্যবহার করে সেই জ্যাকেট প্রাপ্তির কথা প্রথম জানান তাঁর বন্ধু আলালশেখ। তিনি লিখেছিলেন, 'মিস্টার বচ্চন একজন কিংবদন্তি এবং বিনোদন দুনিয়ার সর্বকালের সেরা অভিনেতা। কেবল ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব তাঁকে নিয়ে গর্বিত। অনেক ধন্যবাদ এই উপহারের জন্য।'
আরও পড়ুন: Dia Mirza: বিচ্ছেদ আতঙ্ক! 'ভিড়'-এ অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন দিয়া!
এই ট্যুইটটি রিট্যুইট করে অমিতাভ লেখেন, 'আমার খুব ভাল আর দীর্ঘদিনের বন্ধু। আমি খুশি হয়েছি তুমি আমার উপহারটি পেয়েছো। 'শাহেনশাহ'-র এই স্টিলের হাতা দেওয়া জ্যাকেটটা আমি 'শাহেনশাহ' ছবিতে পড়েছিলাম। কখনও তোমায় গল্প বলব কিভাবে এই জ্যাকেটটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। তোমায় অনেক ভালবাসা জানালাম।'
T 4591 - My dear and most considerate friend .. I am so honored that you have received the gift of the jacket with the steel arm that I wore in my film SHAHENSHAH .. some day I shall tell you how I was able to retrieve it .. my love to you .. @Turki_alalshikh https://t.co/mfkGijqQue
— Amitabh Bachchan (@SrBachchan) March 20, 2023
আপাতত প্রোজেক্ট কে (Project K)-এর শ্যুটিং করছেন অমিতাভ। আর এই শ্যুটিং চলাকালীনই আহত হয়েছিলেন তিনি। পাঁজরের কার্টিলেজে চিড় ধরে তাঁর। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। এখনও মুম্বইতে তাঁর বাড়ি জলসাতেই বিশ্রাম করছেন অভিনেতা। সদ্য তাঁর পায়েও কিছু সমস্যা ধরা পড়েছে। সব মিলিয়ে সুস্থ হতে শুরু করলেও এখনও পুরোদমে শ্যুটিং ফ্লোরে ফিরতে একটু দেরি আছে অমিতাভের।