এক্সপ্লোর
এখনই হলিউড যাচ্ছেন না ‘শাহেনশাহ’

মুম্বই: ‘দ্য গ্রেট গ্যাটসবি’ দিয়ে ২০০৩-এই হলিউডে পা রেখেছেন তিনি। কিন্তু এখনই আর ওমুখো হচ্ছেন না অমিতাভ বচ্চন। বিদেশ থেকে তাঁর কাছে এই মুহূর্তে কোনও অফার নেই বলে অমিতাভ জানিয়েছেন। প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন তো বটেই, ইরফান খান, নিমরত কৌরও হলিউডে ছবি করছেন। কিন্তু বিগ বি-র স্পষ্ট কথা, বিদেশে গিয়ে ছবি করার তাঁর আপাতত ইচ্ছে নেই। যেহেতু হাতে কোনও অফার নেই, তাই এ ব্যাপারে ভাবনাচিন্তাও করছেন না। বাজ লুরমান পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাটসবি’-তে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্যারি মুলিগান ও টোবি মাগুইরে। অমিতাভের রোলের সময় ছিল কয়েক মিনিটের বেশি নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















