Global Citizen Vax LIVE: 'কঠিন সময়ে প্রত্যেকের সাহায্য গুরুত্বপূর্ণ', বিশ্বের দরবারে আর্জি অমিতাভের
ভারত সহ অন্যান্য দেশে ক্রমাগত খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। সমস্যা দেখা দিয়েছে টিকাকরণ নিয়েও। এই অবস্থায় ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ও করোনা পরিস্থিতি আলোচনার উদ্দেশ্যে গ্লোবাল সিটিজেন ভ্যাক্স লাইফের কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্টে ভারতীয়দের মধ্যে যোগদান করেছিলেন বলিউডের বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চন।
মুম্বই: ভারত সহ অন্যান্য দেশে ক্রমাগত খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। সমস্যা দেখা দিয়েছে টিকাকরণ নিয়েও। এই অবস্থায় ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ও করোনা পরিস্থিতি আলোচনার উদ্দেশ্যে গ্লোবাল সিটিজেন ভ্যাক্স লাইফের কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্টে ভারতীয়দের মধ্যে যোগদান করেছিলেন বলিউডের বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য় ছিল বিশ্বের সমস্ত দেশগুলিকে ঐক্যবদ্ধ করা এবং সকলকে ভ্যাকসিন নেওয়ার অবকাশ জানানো। অনুষ্ঠানের শ্যুটিং পর্ব শেষ হয়েছে আগেই। আজ ভারত সহ অন্যান্য দেশে এটি সম্প্রচারিত হল।
এই অনুষ্ঠানেক সঞ্চালিকা ছিলেন বিখ্যাত পপস্টার সেলিনা গোমেজ। আলোচনা ছাড়াও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। জেনিফার লোপেজ, এ ডি ভেডর, ফু ফাইটার্স, জে বলভীন সহ একাধিক তারকারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অমিতাভ বচ্চন ছাড়াও এই কনসার্টে উপস্থিত ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট সস্ত্রীক জো বাইডেন, পোপ ফ্রান্সিস সহ বিশ্বের খ্যাতনামা কিছু চরিত্র। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলও। তাঁরাও বিশ্বের উদ্দেশ্যে ভ্যাকসিনের প্রয়োজনীতা নিয়ে বার্তা দিয়েছেন। সেইসঙ্গে সবাই যাতে সমান হারে টিকা পান অর্থাৎ টিকার বন্টন যাতে সঠিকভাবে হয় সেই আবেদনও জানিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্যরাও।
এই অনুষ্ঠানে নিজের বার্তায় অমিতাভ বচ্চন বলেছেন, 'আমার দেশ এভারতবর্ষ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে। বিশ্বের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি সকলকে আবেদন করছি আপনারা সরকারের সঙ্গে কথা বলুন। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কথা বলুন। তাঁরা প্রত্যেকেই যেন সাহায্যের জন্য এগিয়ে আছে। কঠিন এই সময়ে সকলের সাহায্যেই খুব গুরুত্বপূর্ণ।
পোপ ফ্রান্সিস বলেছেন, 'এই সময়ে ব্যক্তিগত স্বার্থ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।' মার্কিন প্রেসিডেন্ট তাঁর বার্তায় বলেছেন, 'আমেরিকা বিশ্বের সমস্ত নেতাদের সঙ্গে কাজ করছে। এর ফলে সমস্ত দেশেরই টিকার প্রয়োজন মেটানো সম্ভব হবে।'