এক্সপ্লোর
আমার স্টাইল আইকন অমিতাভ: রণবীর

মুম্বই: তিনি অনেকের কাছে স্টাইল আইকন। কিন্তু, বলিউড তারকা রণবীর কপূরের স্টাইল আইকন কে জানেন? এই বিষয়ে অবশ্য কোনও রাখঢাক নেই কপূর পরিবারের বর্তমান প্রজন্মের এই সদস্যের। রণবীর জানিয়েছেন, তাঁর স্টাইল আইকন একজনই—তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ছোটবেলা থেকেই অমিতাভ বচ্চন আমার স্টাইল আইকন। এখনও, তিনিই সেরা। আপনি কখনই তাঁর থেকে লাইমলাইট সরিয়ে দিতে পারবেন না। ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার/ফেস্টিভ ২০১৬ উপলক্ষ্যে র্যাম্পে হাঁটেন রণবীর। অভিনেতা জানান, মহিলাদের মধ্যে তাঁর স্টাইল আইকন হলেন ঠাকুমা কৃষ্ণা রাজ কপূর। তবে, নিজের প্রশ্নে অবশ্য এমন কোনও আইকন তকমা নিতে নারাজ রণবীর। জানান, তাঁর নিজস্ব কোনও আলাদা স্টাইল স্টেটমেন্ট নেই। অভিনেতা বলেন, আমি এমন একজন যে জিনস, টি-শার্ট এবং স্নিকার্সেই বেশি স্বাচ্ছন্দ্য। আমার মনে হয় না, কেউ তাই আমারটা (স্টাইল) অনুসরণ করবে। রণবীর যোগ করেন, তিনি কোনওদিন ফ্যাশন ব্লগ দেখেন না। বলেন, কারণ ওইসব আমার ভাল লাগে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















